অসীম চেতনায় যে চেতনা অবচেতন।।
কি যে সব এলো মেলো
না বুঝা,অবুঝ সব স্বপ্ন
কিছু ধরা যায়,কিছু ছোয়া যায়
কিন্তু দেখা যায় না কোনটাই/
টলমলে কচুপাতার স্বপ্ন
ফিকে হয়ে যাওয়া পুরনো স্বপ্ন
নীড় হারা পাখির বোবা স্বপ্ন
ছোয়া যায়,কিন্তু দেখা যায় না
উড়ন্ত ঘুড়ির দিঘন্ত কাপানো স্বপ্ন যেমন
মানব মনের স্বপ্ন কি তেমন?
আছে স্বপ্ন,কিন্তু ধোয়াশা
নাটাই যেখানে কর্তা
ঘুড়ি বলে আমিই স্বত্তা-
তবে স্বপ্ন মানে কি আত্ন হন্তা?
কিছু স্বপ্ন মুকুলে
নিষ্কুলুস কলির আগমন
অতপর ফুটন্ত ফুলের আস্ফালন
ক্ষমা চাইছি,কি হল এতে জানি না/ আমার এই আকা আকি টা কি হল জানি না,তবে কারও বিরক্তির কারণ হলে ক্ষমা চাইতে দ্বিধা নেই,,,,,,,,,,,,,,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।