আমাদের কথা খুঁজে নিন

   

নির্বোধ বচন

....ভালো ভাবে বাঁচতে ভালোবাসি..........

অদ্ভুত আমরা আর অদ্ভুত আমাদের চরিত্র.....আমরা নিজেরাও জানি না আমরা কি চাই? কেন চাই? কাকে চাই??? এক অন্যরকম না পাওয়া নিয়ে কেটে যায় অধিকাংশ মানুষের জীবন। জীবনের প্রতিটি পর্যায়ে তৃপ্ত এমন একজন মানুষও বোধহয় খুজে পাওয়া যাবে না। নিজের অবস্থা নিয়ে আমরা অধিকাংশই সন্তুষ্ট নই। এখন যে অবস্থায় আছি তার চেয়ে আরও ভালো অবস্থায় থাকতে চাই। আবার যখন সেই অবস্থায় পৌছে যাই তখন তার চেয়ে আরও ভালো অবস্থায় তাকতে চাই।

আর এভাবেই যত উপরে যাই আরও উপরে যেতে ইচ্ছে করে। একারনেই ভালো থাকার বাসনাটা থেকে যায় আজীবন। আমরা জানি মানুষের এই অতৃপ্তিই মানুষের সকল অশান্তির মূল কারন। তবুও এই উচ্চাকাংখা কি খুব খারাপ কিছু??? এ জগতের সকল আবিষ্কার কি "একটু ভালো থাকার" আকাঙ্খা থেকে সৃষ্টি হয়নি?? আজ আমরা যা কিছু পেয়েছি তার পেছনে কি আমাদের এই উচ্চাকাংখা বড় ভুমিকা পালন করেনি?? অবশ্য আজ আমরা যা কিছু হারিয়েছি তার পেছনেও আমাদের এই উচ্চাকাংখাই প্রধান ভুমিকা পালন করেছে। তবুও আমি চাইনা আমাদের এই চাওয়া পাওয়ার মাঝে একটা ভারসাম্য চলে আসুক।

কারন যেদিন আমাদের চাওয়া পাওয়া গুলো এক হয়ে যাবে সেদিন এই পৃথিবী হয়ত ধংস হয়ে যাবে। তার চেয়ে থাকুক না কিছু সমস্যা....পৃথিবীটা তো আর স্বর্গ না......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।