আমাদের কথা খুঁজে নিন

   

নির্বোধ পিণাক

পরিবর্তন চাই

আমি জানিনা আপনারা আমার সাথে এক মত হবেন কি না তবে এ কথা আমি বলতে চাই ভারতের পিণাক রঞ্ঝন আস্ত একটা নির্বোধ, একজন লজ্জাহীন মিথ্যাবাদী । আমি কথা গুলো নিজে থেকে বানিয়ে বলছি না । ভারত এই পৃথিবীতে কোন লোভনীয় দেশ না আমার কাছে। বেশীর ভাগ লোক নিন্ম মানের জীবন যাপন করেন। আশা করি আপনাদের কাছে ও হবে না ।

আমার ভারত দেশটির বিপক্ষে ব্যক্তিগত কোন বিদ্বেশ নেই। তবে বাংলাদেশের জন্য দেশটির ইদানিং কালের বাড়াবাড়ি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে পিণাক হচ্ছে এদের অগ্রদূত। লোকটি মুখ দিয়ে যা ইচ্ছে তাই বলছে । আমার কাছে মনে হচ্ছে বাংলার স্বাধীণতার অগ্রদূত যেন পিণাক।

বাংলাদেশ নিয়ে যে কোন কিছু বলার অধিকার যেন বাংলার মানুষ তাকে দিয়েছে। যেহুতু এ সরকার কে আমরা ভোট দিয়ে ক্ষমতায় এনেছি আর এ সরকার যদি পিণাক দাদা কে আবোল তাবোল বলার সুযোগ দেয় তাহলে সুযোগ টা আমরাই দিয়েছি বললে মনে হয় তেমন ভুল হবে না। তবে সেই কথাই আমি যাচ্ছি না । আমি বলতে চাই লোকটা কতটা কান্ড জ্ঞানহীন তা বলার অপেক্ষা রাখে না। সে বলল ৮০% বাঙ্গালীরা ভারত গেলে আর আসতে চায় না।

কুলাঙ্গার সবজায়গায়ই আছে । তবে বেশীর ভাগ তা করে না । আপনারা বলেন ভাই যে দেশে এখনো পৃথিবীর সবচেয়ে বেশী দরিদ্র লোক বাস করে,যে যে দেশে উদ্বাস্তু সংখ্যা ১ বিলিয়ন, যে দেশে ৪৫% লোক প্রতিদিন ১ ডলার এর কম আয় করে দরিদ্র সীমার নীচে বসবাস করে, যে দেশে বেকারত্বের হার ৫৯.৭% যে দেশে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বস্তি অবস্থিত,যে দেশে বেশীর ভাগ লোক তিন বেলা খেতে পায় না সে দেশে নাকি আবার মানুষ ........। আমার মনে হয় পিণাক বাংলাদেশে কাজ কাম বাদ দিয়ে নেশা করে আবোল তাবোল বলে। কিন্তু আমাদের সম্মানিত দেশপ্রেমী ভাই বন্ধু গন............।

আমাদের নিজেদের স্বার্থে এ ধরনের লোকদের মুখ বন্ধ করার ব্যবস্থা করা দরকার। তা না হলে সময় গেলে সাধন হবে না.........................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।