আমাদের কথা খুঁজে নিন

   

নির্বোধ

অগোছালো পথ,আবর্জনার রাশি!! অচেনা রাস্তায় দাড়িয়ে একা, ঠোঁটে জ্বলন্ত একটা বাঁশি আর মুখে অমায়িক হাঁসি না দেখা কে দেখতে চাইনি কখনও শুনতে চাইনি না শোনা শব্দ পীচঢালা পথে হেঁটেছি কিন্তু, গোনা হয়নি কয় পা হেটে এসেছি আজ পর্যন্ত। কখনও পথ ভিজেছে জলে কখনও বা পুড়েছে চৈত্রের রোদে। ঝড়ে শুকনো পাতা গুলো আছড়ে পরেছে জীর্ণ আর পুরনো এই শরীরের উপর শুকনো পাতার নিচে চাপা পড়েছি বহুবার চারিদিকে কয়লার স্তুপগুলোর কালো রঙটাকে ভয় পেতে গিয়েও করেছি আপন। আজও আশে পাশে কেউ নেই। আমি কিন্তু আছি এখনও বেঁচে। আমার শুধু দরকার একটা ম্যাচের কাঠি। যেটা জ্বালিয়ে পুড়িয়ে দেবে সব কয়লার স্তুপ, সাথে সেই পীচঢালা পথটাকে যেখানে পাতার পাহাড়ের নিচে পরে আছে পৃথিবীর সবথেকে নির্বোধ প্রাণীর ফসিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।