তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে
হে নির্বোধগন!
কতিপয় কৃষ্ঞ বর্ণ লাগি
ঝরালে শোণিত তব
রাজপথের 'পরে-
কিসের তরে?
হে নির্বোধগণ!
নেতার বজ্রকণ্ঠস্বর করে শ্রবন
জেগে উঠলে উন্মত্তের ন্যায়,
কাটালে বিনিদ্র রাত্তির শত,
ঝড়-ঝঞ্জা পেছনে ফেলি।
প্রাণের মায়া ত্যাগ করে
রইলে দাঁড়ায়ে অস্ত্রের সুমুখে।
হে নির্বোধগণ!
মৃত্যুকে অবলীলায় হাসিমুখে
করলে বরণ,
হারালে ভগ্নি, ভ্রাতা,
প্রাণের স্বজন।
বুকের রক্তে করলে সিক্ত
সবুজ তৃণ-লতা,
নিয়েছ বিদায় হয়েছ রিক্ত।
হে নির্বোধগণ!
একবার, শুধু একবার
এসে দেখে যাও-
এ জাতির কাছে তোমরা
কেবল সার্কাসের সং
ছাড়া আর কিছু নও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।