আমাদের কথা খুঁজে নিন

   

সংখ্যালঘুর ছড়........

সংখ্যালঘুর ছড়া লুৎফর রহমান রিটন (নোয়াখালীতে জামায়াত-শিবিরের তান্ডবে ৭৬টি হিন্দু পরিবারের নিঃস্ব হবার সচিত্র সংবাদ দেখার পর) এক. হিন্দু তুমি? তোমার নিবাস গুঁড়িয়ে দেবো সুযোগ পেলেই তোমার বাড়ি পুড়িয়ে দেবো। তুমি হচ্ছো সংখ্যা লঘু, বুঝলে কী না? রক্তে দু’হাত ক্যাম্নে রাঙাই তোমায় বিনা! তুমি হচ্ছো রাজনীতিতে দাবার গুটি ক্ষুদ্র মৎস্য, ক্ষমতাহীন, চুনোপুটি। অমর্যাদা করবো তোমায় পদে পদে যতোই কাঁদো অরক্ষিত জনপদে— রক্ষা তোমায় করবে না কেউ, পালাও তুমি হিন্দু তুমি, এ নয় তোমার জন্মভূমি! জন্ম নিলেই হয় না স্বদেশ, বুঝলে দাদা? ভোট-বাজারে তোমরা গরু তোমরা গাধা। জন্ম নিলেই হয় না স্বদেশ, বুঝলে দিদি? তোমার ভোটেই জেতে আমার প্রতিনিধি। আমার দলেও হিন্দু আছে দু’তিনখানা আচরণে ওরা সবাই শুকরছানা। হিন্দু মেরে সাফ করে দেই তবুও ওরা দেখতে পায় না। চোক্ষে ওদের ঠুলি পোরা। প্রতিবাদ তো দূরের কথা কয় না কিছু উচ্ছিষ্ট কুড়িয়ে নিতে আমার পিছু— ভৃত্য হয়ে নিত্য ঘোরে দিবস-রাতি! (এই ঘটনায় লজ্জিত হয় মানব জাতি?) দুই. সংখ্যালঘু নির্যাতনের এ কোন্‌ ধারা? যখন-তখন ছাই হয়ে যায় হিন্দুপাড়া! যখন-তখন ধর্ষিতা হয় হিন্দু নারী! ধর্মান্ধ পুড়িয়ে দেয় হিন্দু বাড়ি! হিন্দু আমি, তোমার তাতে কী আসে যায়? আমারও কী নেই অধিকার অই পতাকায়? এ দেশ তোমার একার তো নয়! আমারও তো! জড়িয়ে আছি জন্মাবধি ওতপ্রোত! একাত্তরের তিরিশ লাখে আমারও খুন— আমার দেহ জ্বালিয়েছিল দ্রোহের আগুন মুক্তিযুদ্ধে আমার দাদা আমার দিদি মা পিসিমা শহিদদেরই প্রতিনিধি... ওহে মানুষ রহম করো, রহম করো জননী এই জন্মভূমি কাঁদছে বড়ো... ঢাকা ০৪ মার্চ ২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.