মানুষ চাই.....সতিকারের মানুষ খুঁজছি....
আমার মায়ের কান্না শুনে আজও দু:স্বপ্নে জেগে উঠি
বাবাকে যে দিন ধরে নিয়ে গেলো
সেদিন দেখেছিলাম তাকে প্রথমবার
কী ভীষন হিংস্রতায়
আজও দেখি মিডিয়াতে মুচকী হেসে
যেনো কোনো সাধু-সন্ত ।
বাবার মৃত্যু সংবাদ পেয়েছিলাম
কিন্তু লাশটা পাইনি
শেষবার মুখটি দেখার জন্য।
দেখেছি পাহাড়তলীর কোনো ক্যাম্পে
ধরে নিয়ে যাচ্ছে যুবতী বোনদের
তাদের চিত্কারও শুনে ছিলাম
সেই দূর থেকে।
শুকিয়ে গেছে আমার মায়ের চোখের জল
মিলিয়ে গেছে সেই বোনের রক্তের দাগ
তবু আজও সেই জল সেই দাগ
বারবার ভেসে ওঠে চোখের সামনে
যখন দেখি
তোমরাই তাদের দিচ্ছ মুকুট পড়িয়ে
হাতে তুলে দিচ্ছ দেশ শাসনের ভার।
তারপরও ভুলে থাকতে চেয়েছি সব
চেয়েছি দুবেলা খেয়ে পড়ে থাকতে
তবু শান্তি দিলে না তোমরা
থাকতে দিলে না এই দেশে।
তোমাদের যতো রাজনীতির দল
গোড়ায় গোড়ায় তো সেই এক দল
একজনে এসে করো বিচার
আর একজনে এসে করো আদর।
মাঝ থেকে ঘর ছাড়া হই আমরা
মাঝ থেকে হারাতে হয় আমাদের সন্তান।
এমনকি, তোমরা নিজেরা নিজেরা হারো-জেতো
তারপরও নির্যাতিত হতে হয় সেই আমাদেরই
তা যে দলই জিতুক না কেনো।
ভোট দিয়ে মত প্রকাশের অধিকারও নেই কি এই দেশে?
আবার এসেছো নতুন যুদ্ধাপরাধী বিচারের মুলো নিয়ে
ঢুকাচ্ছো তো তোমরা রাজাকার অন্যদলের
নিজেদের রাজনৈতিক হিংসা যেখানে মুখ্য
কিন্তু একবারও কি ভেবে দেখেছ, কি দশা হবে আমাদের?
তাদের দোসরদের অত্যাচারের খর্গ
নেমে আসবে তো সেই আমাদেরই উপরে।
আমরা শান্তি চাই
থাকতে চাইনা তোমাদের
ক্রীড়ানক হয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।