জয়পুরহাটে একটি সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও পাঁচবিবির সোনাকুল গ্রামে খড়ের পালায় আগুনের দৃশ্য দেখে আতঙ্কে সুজেন চন্দ্র নামে এক ব্যক্তি মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাকুল গ্রামের সংখ্যালঘু সুজেন চন্দ্র দাসের বাড়ির খরের গাদায় দুর্বৃত্তরা আগুন দেয়। এসময় গৃহকর্তা সুজেন সেই আগুন দেখে আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
একই সময় সদর উপজেলার শ্যামপুর গ্রামের সংখ্যালঘু সকুমারের বাড়িতেও আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘরের আসবাবপত্র পুড়ে যায়।
এছাড়া পাঁচবিবি বাজারে বিরোধী দলের এক সমর্থকের দোকানে অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা।
এদিকে হরতাল ও অবরোধের সমর্ধনে জয়পুরহাটে সকাল থেকেই মিছিল ও পিকেটিং করেছে জেলা ১৮দল ও বিএনপি'র ফয়সাল আলীম সমর্থক জেলা কৃষকদল ও পেশাজীবী পরিষদ। এসময় শহরের ধানমণ্ডি এলাকায় কয়েকটি মোটরসাইকেল ও টেম্পু ভাঙচুর করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।