আমাদের কথা খুঁজে নিন

   

বিমানের দূরাবস্থা

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে বৈমানিক রয়েছেন ১১৫ জন। কিন্তু চারটি বোয়িং ৭৭৭, দুটি বোয়িং ৭৩৭, চারটি ডিসি-১০, তিনটি এয়ারবাস এ-৩১০ দিয়ে ফ্লাইট চালাতে বহরে বৈমানিক দরকার ১৭৫ জন। চলতি বছরে বোয়িং কোম্পানি থেকে নতুন উড়োজাহাজ আনা হলে পাইলটের চাহিদা আরো বাড়বে। এজন্য ক্যাডেট পাইলট নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

৬৪ জন আবেদনকারীর মধ্যে ৪১ জন বাছাই কমিটিতে উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ২০ জনকে নিয়োগ দেয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, চাকরির বয়সসীমা বৃদ্ধির ফলে সিভিল এভিয়েশন অথরিটির নিয়োগ নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠেছে। ক্যাডেট পাইলট নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ছিল সর্বোচ্চ ৩০ বছর।

গত বছর তা বাড়িয়ে ৩৫ এবং এবছর করা হয়েছে ৪০ বছর। চাকরিতে ঢুকে প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে ক্যাপ্টেন পর্যায়ে উন্নীত হতে লাগবে আরো পাঁচ বছর। [ সূত্রঃ Click This Link ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.