বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তায় মানুষের কম উপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে প্রায় একশ ভরি অলঙ্কার ডাকাতরা নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।
চাটমোহর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতরা মোটরসাইকেলে করে দোকানের সামনে এসে হাতবোমার বিষ্ফোরণ করলে দোকান মালিক আতঙ্কিত হয়ে পড়েন।
“এরপর তার দোকানের প্রায় শতাধিক ভরি স্বর্ণের অলংকার নিয়ে আবার মোটরসাইকেলে করেই পালিয়ে যায়।”
দোকানটির মালিক সন্দীপ কর্মকার বলেন, প্রচণ্ড শব্দ আর ধোঁয়ার মধ্যে দোকানে ঢুকে আমার বুকে অস্ত্র ঠেকিয়ে সব মালামাল বের করে নিয়ে যায় তারা।
এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।