মাথা খালি :(
আজ একটি ইফতারির দাওয়াত ছিল এক বন্ধুর বাসায়। ক্লাস শেষ। কাল বাসায় চলে যাব। ইফতারির দাওয়াতে বেশ খুশি মনেই গেলাম। গিয়ে দেখি আমরা ১২ জন আসছি।
আর প্লেট রাখা ২১ টা । বাকিরা বিভিন্ন কারনে আসতে পারে নাই। যাই হোক... ইফতারির সময় হল। আমি প্রঠমেই চামে দিয়া চিপায় বইসা ২ গ্লাস শরবত শেষ করলাম। তারপর ভদ্রলেকের মত একটা গ্লাস নিয়ে ইফতারি খাওয়া শুরু করলাম।
প্লেট শেষ করে অতিরিক্ত প্লেট থেকে পছন্দের খাবার গুলো দখল করতে থাকলাম। ( এই প্লেট গুলোর দিকে অন্যরাও হাত দিচ্ছিল আমাকে মহাখাদক ভাববেন না )। অবশেষে আরও একটা গ্লাস নিলাম। তখনি ব্লগার স্বাধিনতা৭১ দেইখা ফেলল। বন্ধু আমার সবাইরে জানায় দিল।
আর কই যাই মুহুর্তে বেদখল হইয়া গেল । অবশ্য তখন প্রচন্ড ভোজনে আমার পেট টইটুম্বুর । তখনি জানলাম এখানেই শেষ না.... পোলাউ মাংশ আসতেছে। দুষ্ক কই রাখি.. আমার তো পেটে আর যায়গা নাই । চক্ষু ফাইটা কান্দন বাইর হইল।
যাই হোক ঔটা আসতে একটু দেরি আছে। কিন্তু আমাদের নিকোটিন প্রিয়দের একটু ধুম্র শলাকায় টান ইচ্চে হল এরকম একাটা ইফতারির পর । কিন্তু আন্টিকে কি বলে বের হই। পরে আমরা আন্টিকে বলি... "নামাজ পরতে যাই । বের হয়ে জামাতের সহিত নামাজ না পরিয়া ধুম্রশলাকায় ধোয়ার উদগিরন দেখলাম ।
বেশ কিছুখন পর ফিরে গিয়ে দেখি পোলাও রেডি । কিন্তু অতিরক্ত ভোজনে আমার তো পেট.....। তারপরও খেলাম। এখন পড়লাম বিপদে। নড়াচড়া করতে পারি না ।
সটান শুয়ে পড়লাম। অবশেষে ১ ঘন্টা ধরে কিছু হজম করে হাটার যোগ্যতা অর্জন করে ফিরতি পথ ধরলাম আমরা ১১ জন ১২ নং বান্দর নিজ বাসায় অবস্থন করল ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।