লিবিয়ার বেনগাজিতে আটকাপড়াদের মধ্যে ৩৫ বাংলাদেশি বুধবার ভোরে দেশে ফিরেছেন। বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে যেতে তাদের প্রত্যেককে ১ হাজার টাকা দিয়েছে সরকার। এদিকে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের কোনো রকম সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন শ্রমিকদের অনেকেই।
মিসরের কায়রো থেকে ভোর ৫টায় গালফ এয়ারলাইন্সের একটি বিমানে করে অশান্ত লিবিয়া থেকে বাংলাদেশে ফিরেছেন মোট ৩৫ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদেরকে মিসরের সীমান্ত সালুম থেকে কায়রোতে নিয়ে আসে।
বিমানবন্দরে সংবাদকর্মীদের কাছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন তারা।
আইওএমের দক্ষিণ এশীয় প্রতিনিধি রুবাব ফাতিম জানান, তারা সরকারের অনুরোধে অবরুদ্ধ শ্রমিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। বিমান ভাড়া পাওয়া গেলে মিসর ও তিউনিসিয়া সীমান্তে অপেক্ষায় থাকা শ্রমিকদের এখন প্রায় প্রতিদিনই ফিরিয়ে আনা হবে।
এদিকে, বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে যেতে ফেরৎ আসা শ্রমিকদের প্রত্যেককে ১ হাজার টাকা দিয়েছে সরকার।
এছাড়া আইওএম’র উদ্যোগে তাদেরকে বিমানবন্দর থেকে রাজধানীর ৪টি বাস টার্মিনালে পৌঁছে দেয়া হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।