সরকারি ৫ প্রতিষ্ঠানকে শেয়ার কেনার নির্দেশ সংক্রান্ত একটি সংবাদ নজরে এলো। সংবাদের দেখা যায়, অব্যাহত দরপতন রোধে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার জন্য আবারো সরকারি ৫ আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে সরকার। প্রতিষ্ঠানগুলো হচ্ছে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
একটি ভুল আমরা সকলেই করি। সংবিধান অনুসারে এর প্রজাতন্ত্রের সকল কিছুর মালিক জনগন।
জনগনের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানকে সরকারী প্রতিষ্ঠান না বলে, জনগনের বা রাষ্ট্রের বা প্রজাতন্ত্রের প্রতিষ্ঠান বলা ঠিক। জনগনের সুবিধান জন্য যখন স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াত রেল বা নৌ উন্নয়নের মতো খাতে অর্থ দেয়ার জন্য চাপ দেয়া হয় তখন টাকা নাই। আমরা দরিদ্র বলে ধোয়া তুলা হয়। ভতুকি দেয়া ঠিক নয়।
কিন্তু শেয়ার বাজারে টাকা নিল করা, কাদের জন্য ক্ষতি এলো।
তারা ঠিক লাভ নিয়ে নিল। এখন জনগনের অর্থের টাকা দেয়া হচ্ছে বাজারকে ঠিকিয়ে রাখতে। দ্রব্যমূল্য বাজছে, কিন্তু বাড়ছে না মানুষের আয়। লস দেখিয়ে জনগনের প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাংকের কথা প্রাইভেট করছে। কর দিচ্ছি আর প্রাইভেট হতে কিনতেও হচ্ছে।
এগুলো অন্ত হওয়া প্রয়োজন। জনগনের টাকা জনগননের জন্য ব্যয় করতে হবে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।