মাদারীপুরের কালকিনি থানার সিডিখান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বিএনপি নেতা খুন হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার সকালে অর্ধশতাধিক বাড়ী-ঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে কোটি টাকার মালামাল লুটপাট হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাজারের চায়ের দোকানে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় সিডিখান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বাবুল বেপারীকে প্রতিপক্ষ সিডিখান ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জালাল শিকদারের লোকজন বাবুলের হাতকেটে বিচ্ছিন্ন করে ফেলে। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তির পর ফরিদপুর মেডিকেল কলেজে নেয়ার পথেই বাবুল মারা যায়।
এঘটনায় উত্তেজিত হয়ে আজ শুক্রবার সকালে জসিম ঢালী, জলিল শিকদার, এচাহাক বেপারী, রহিম শিকদারসহ বেশ কিছু বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত এলাকাবাসী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।