আমাদের কথা খুঁজে নিন

   

লুটপাট করে আর মন ভরেনা তাই............

সুন্দর আগামীর প্রত্যাশায়......

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সব সাংবিধানিক পদের বেতন-ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদেরও বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই প্রথম সংসদ সদস্যদের জন্য যানবাহন ভাতার প্রস্তাব করেছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান তাঁর প্রেস সচিব আবুল কালাম আজাদ।

প্রস্তাবিত বেতন কাঠামোয় বেতন বৃদ্ধির হার শতকরা ৮৩ ভাগ পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। নতুন এ বেতন কাঠামোয় স্পিকার, প্রধান বিচারপতি, ডেপুটি স্পিকার এবং উচ্চ আদালতের বিচারকরাও রয়েছেন। আবুল কালাম আজাদ জানান, এবারই প্রথম সংসদ সদস্যদের বেতন-ভাতার সঙ্গে যানবাহন ভাতা চালুর প্রস্তাব করা হয়েছে। সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার মাসিক খরচ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। নিয়ামক ভাতা ২ হাজার থেকে ৫ হাজার টাকা এবং টেলিফোন বিল ১০ হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়া সংসদ সদস্যদের দৈনিক ভাতা ২০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। ভ্রমণ ভাতা প্রতি কিলোমিটার ৬ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। চিকিৎসাসহ অন্যান্য ভাতা দ্বিগুণ করা হয়েছে। নির্বাচনী এলাকার অফিস খরচও ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। তিনি জানান, বর্তমানে একজন সংসদ সদস্য মাসিক ১৫ হাজার টাকা সম্মানীসহ মোট ৩৪ হাজার ২০০ টাকা পান।

মন্ত্রিসভায় অনুমোদিত বেতন-ভাতা বৃদ্ধি কার্যকর হলে সব মিলিয়ে সংসদ সদস্যরা মাসে প্রায় ৬০ হাজার টাকা পাবেন। এর বাইরে গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে আরো ৪০ হাজার টাকা পাবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরো জানান, রাষ্ট্রপতির মূল বেতন ৩৩ হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৬১ হাজার ২০০ টাকা, প্রধানমন্ত্রীর বেতন ৩২ হাজার থেকে বাড়িয়ে ৫৮ হাজার ৬০০ টাকা, মন্ত্রীদের ২৯ হাজার থেকে বাড়িয়ে ৫৩ হাজার ১০০ টাকা, প্রতিমন্ত্রীদের ২৬ হাজার ১০০ থেকে বাড়িয়ে ৪৭ হাজার ৮০০ টাকা, উপমন্ত্রীদের ২৪ হাজার ৬৫০ থেকে বাড়িয়ে ৪৫ হাজার ১৫০ টাকা, স্পিকারের ৩১ হাজার থেকে বাড়িয়ে ৫৭ হাজার ২০০ টাকা, ডেপুটি স্পিকারের ২৯ হাজার থেকে বাড়িয়ে ৫৩ হাজার ১০০ টাকা, সংসদ উপনেতার ২৯ হাজার থেকে বাড়িয়ে ৫৩ হাজার টাকা, চিফ হুইপের ২৯ হাজার থেকে বাড়িয়ে ৫৩ হাজার টাকা, হুইপের ২৬ হাজার থেকে বাড়িয়ে ৪৯ হাজার ৪১০ টাকা করা হয়েছে। সংসদ সদস্যদের বেতন ১৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ২৭ হাজার ৫০০ টাকা। এ ছাড়া প্রধান বিচারপতির বেতন হয়েছে ৫৬ হাজার টাকা।

আগে এ পদের বেতন ছিল ৩০ হাজার ৫০০ টাকা। আপিল বিভাগের বিচারপতিদের বেতন ২৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৫৩ হাজার ১০০ টাকা। হাইকোর্টের বিচারপতিদের বেতন ২৭ হাজার টাকা থেকে ৪৭ হাজার টাকা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে ছয়টি অধ্যাদেশে সংশোধনী এনে রাষ্ট্রের সর্বোচ্চ পদধারীদের বেতনের নতুন এ কাঠামো অনুমোদন করা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.