আমাদের কথা খুঁজে নিন

   

একজন সাধারণ ফ্রিল্যান্সারের মোবাইল ব্যাংক এ ডলার তোলা ও ফ্রিলান্সিং এর টাকা না খোয়া যাওয়ার পদ্ধতি

আমাদের মাঝে অনেকেই আছি গরীব ফ্রিলান্সার, যাদের অন্যতম আমি। আমাদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট নাই। আমরা হুদাই হুদাই ৪০০-১২০০ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন বোধ করিনা, কারণ আমাদের দরকার বা সাধ্য নাই। তাই ব্যাংক গুলো আমাদের জন্যে Mobile bank এর বাবস্থা করেছে।
আমরা ইচ্ছা করলে খুব সহজেই আমাদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা তুলতে পারি।

এ নিয়ে আমি তিনবার টাকা তুললাম, তাই আপনাদেরও জানাচ্ছি। আমি ডাচ বাংলা মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট ব্যাবহার করে মানিবুকারস থেকে টাকা তুলেছি। অন্য ব্যাংক গুলোতেও হবে আমি আশা রাখি।
আমি আশা করি আপনারা এখন থেকে মোবাইল ব্যাংক এই টাকা তুলবেন। দয়া করে আর ডলার বিক্রি করবেন না।

সামান্য কিছু ফি গেলো, কিন্তু আপনি নিরাপদ থাকলেন। আমি গত জুন ২০১৩ তে ৮৭.৫ ডলার বিক্রি করে ধরা খাই।
যদিও আমি ২৩ জুলাই ২০১২ তে প্রথম টাকা তুলি কিন্তু ভেরিফাই না করার কারণে ডলার বেচে খাই। আমি এর ফাকে চেষ্টায়ও ছিলাম, কিন্তু ধোঁকাবাজ আমাকে জাগাইয়া দিছে। শেষে উঠে পরে লেগে অ্যাকাউন্ট ভেরিফাই করছি।


একবছর পর ব্যাংক এ গেলে তারা অবশ্য ডকুমেন্ট দিছে, কিন্তু অনেকদিন হওয়ায় ভেরিফিকেশন কোড নিচ্ছিল না। তখন contact support এর মাধ্যমে manually verify করি। আপনাদের জন্যে এখানে আমার বাক্তিগত অ্যাকাউন্ট এর দুইটি ডকুমেন্ট দিলাম, যা আমি মানিবুকারস এ জমা দিছিলাম। দয়া করে কেউ ডকুমেন্ট গুলো ব্যাবহার করবেন না, এর মিস কল দিবেন না। খুব বেশি প্রয়োজন না হলে ফোন ও দিবেন না।



এখন আল্লাহ্‌র রহমতে ভালই আছি, আশা করি আপনারাও কষ্টের উপার্জন নিয়ে সুখে থাকবেন।
আমি শামীম, ফেসবুক শামীম, গুগল প্লাস

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.