আমাদের কথা খুঁজে নিন

   

নস্টালজিক // শাফিক আফতাব //



আমি তোমাদের সাথে মিশতে চেয়েছিলা, বাজারের কর্ণারে, ফুটবলের মাঠে
তিন রাস্তার মোড়ে, মাঠের হাটের পুলের উপর, ডাকুয়া বাড়ির দিঘির পাড়ে
আড্ডা দিতে চেয়েছিলাম, আমি তোমাদের সাথে মিশতে চেয়েছিলা, আমারে
তোমাদের দলভূক্ত করতে আমি অনুনয় করেছিলাম, আমার পকেটে
বেশি টাকা নাই ভেবে তোমরা তাড়িয়ে দিয়েছিলে, আমি তাস পিটাতে পারিনা
বলে, আমার মদ গাঁজার অভ্যেস নেই বলে, তোমাদের দলে আমার জায়গা হয়নি__
তোমরা দাপটে চলতে, হাটার ভঙ্গিতে, খদ্দেরর লঙ্গিতে, আর লাল নতুন জামা
পড়ে বোঝাতে বেশ বড়লোকের সন্তান তোমরা। এই জন্য দূরত্বে থেকেছি আমি।

আজ কতগুলো বছর কেটে গেলো, আমার বাল্যবেলা বলে কিছু ছিলো, মনে পড়েনা,
আমার স্কুলবেলা বলে কিছু ছিলো, মনে পড়েনা, তোমাদের অবহেলার চোখগুলো
ভেসে আসে এই অপরাহ্নের ক্লান্ত আলোয়, তোমরা ঠুনকো কথায় কতই বেদনা
আর কষ্ট দিতে, অথচ তোমাদের গার্হস্থ্য জীবনে কত কাহিনী জমকালো__
দুইভ্রাতা, কিংবা পিতাপুত্র একই নারীর গতরে রাতের গভীরে দিতে বৃষ্টিরজল
রাতের গভীরে তোমরা মাস্তান হতে, চুরি করতে অনেকের আমাদের ক্ষেতের পটল।
১৪.০২.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।