সমাজের সব ভাইরাস থেকে মুক্তি চাই, জীবন এর এই ভাইরাস গুলো জীবন টা কে স্থবির করে দিতেছে
২৫ ফেব্রুয়ারী,২০১১। বিশ্বকাপ খেলা হচ্ছে। সে দিন খেলা ছিল বাংলাদেশ বনাম আয়ারলান্ড মধ্যে।
খেলা শুরু হয়ার আগে ই সবার ধারণা ছিলো যা বাংলাদেশ জিতবে।
খেলা যখন শুরু হলো তামিম এর ধুমধারাক্কা বাটিং দেখে মন এ হলো আজকের দিন টি শুধুই বাংলাদেশ এর।
কিন্তু একটু পর সপ্নের জগৎ থেকে বের হয়ে আসতে হলো ।
একে একে ইমরুল, তামিম রা out হতে থাকলো।
ফেইসবুক এ friend দের status এ তখন শুধু ভয় ধরানো কথা ।
এক সময় মন এ হচ্ছিলো বাংলাদেশ বুঝি ২০০ রান ও করতে পারবে না ,নাহ শেষ পর্যন্ত ২০৫ রানে বাংলাদেশ থামলো।
থামলো না বলে বলা উচিত থামিয়ে দিলো।
আয়ারলান্ড শুরু থেকে দেখে শুনে খেলছিলো কিন্তু দিন টি যে ছিলো বাংলাদেশ এর।
নিয়মিত বিরতি তে উইকেট পড়তে লাগলো।
বাংলাদেশ এর ছেলেরা যখন বল করছিলো খুব ভয় হচ্ছিলো।
কি না কি হয় ,অনেক কিছু ই ঘটে যেতে পারে। আমার এক friend ফেইসবুক এ আমকে জিজ্ঞাস করলো তখন যে খেলা দেখতে বিরক্ত লাগতেছে কিনা।
আমি বললাম যে বিরক্ত না ভয় লাগতেছে।
এক এক তা বল হয় আর এক এক বার ভয় বাড়তে থাকে।
আশরাফুল এর অসাধারণ ২ টা উইকেট আর অসাধারণ নাচ কিছু টা মজা অ লাগছিলো, কিন্তু তখন শুধু একটা ই ভয় পারবে তো?
অবশেষে আসলো সে মাহেন্দ্রখন।
আয়ারলান্ড এর শেষ উইকেত যখন গেলো সাথে সাথে মন এ হলো সারা বাংলার মানুষ চিংকার করে উঠলো।
ঘরে বসে থাকতে পারলাম না।
ছুটে গেলাম রাস্তায়।
এই যেন নারী পুরুষ এর মিছিল।
T.s.c থেকে নীলখেত মোড়, অন্তত ২০০ মোটর সাইকেল ২০ টা কার, আর ২০০০ মানুষ এর মিছিল।
এতো মানুষ ................
অন্য রকম একটা feelings ..................
নারী পুরূষ এর সম্মিলিত মিছিল
আমি মুক্তিযুদ্ধের বিজয় মিছিল দেখিনি।
আমি দেখিছি ২৫ ফেব্রুয়ারী এর আনন্দ মিছিল।
কেও কাওকে চিনি না। তবু ও সবার মুখে এক ই কথা 'বাংলাদেশ" 'বাংলাদেশ" 'বাংলাদেশ"।
সবাই সবার সাথে হাত মিলাচ্ছি। কোলাকুলি করচ্ছি।
আমি কখন ও ভুলবো না .এই সময় টা কে।
জীবনে অনেক মিছল দেখেছি।
যখন সেনাসদস্য রা ছাত্র দের গায়ে হাত তুলেছিলো তখন ও আমি সতস্ফুত্ব মিছিল দেখেছি।
কিন্তু ২৫ ফেভ্রুয়ারী এর মতো ছিলো না।
এই মিছিল এ ছিলো না কোন ভয় , ছিলো শুধু আনন্দ।
এক মাত্র বাংলাদেশ ক্রিকেট দল ই পারে জাতি কে এক ই ছাদের নিচে মিলিতো করতে।
হয়তো আয়ারলান্ড এর সাথে জয় নিশ্চিত ছিলো কিন্তু হারতে হারতে জিতে গেলাম বলে ই এমন আনন্দের জোয়ার ।
বাংলার মানুষ কে যদি বিশ্বকাপ টা এনে দিতে পারে আমাদের ক্রিকেট দল তাহলে সারা বাংলার মানুষ কি যে করবে ভেবে পুলকিত হই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।