রাজনীতি বুঝিনা। বাঁকা পথে চলিনা । গন্তব্য ওই তো কিছুদূর সামনেই
কে তুমি !
আব্দুল্লাহ (11/10/2013)
তোমার আবির্ভাব এক অজানা জোয়ারে ভাসায়
তোমার হাসিতে দিগন্তে রঙ ছড়ায় ।
তোমার উচ্ছলতায় শিউলিমালা আবেসে জড়ায়
তোমার সঙ্গতায় সীমাহীন স্বপ্ন বুনট বাঁধে ।
তোমার আবেগতাড়িত অভিমান আমাকে দোলায়
তোমার ছোঁয়ায় নীলিমায় রঙ ছড়ায় ।
তোমার বে-খেয়ালের চাহুনি আমাকে উচ্ছ্বসিত করে
তোমার নিস্তব্দতায় ছুঁয়ে যায় প্রকৃতি ।
তোমার কাছে বিপন্ন হৃদয়ের অশান্ত প্রেম বিকি
তোমার প্রস্থান অস্থিরতা বাড়ায়, কে তুমি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।