আমি সাধারন মানুষ
প্রখর রোদে দারিয়ে আমি
নিঃস সিক্ত নয়নে-
দেখছি দিবা দুঃসপ্ন,
পীড়া দিচ্ছে মনে।
তুমি হিনা আমি শুকণো পাতা
যা ঝরে পড়ে সজ়ীবভীনতায়,
তুমি দিলে অন্তরে ব্যাথা
আছি আমি তোমার অপেক্ষায়।
মরুভুমির মত ধু ধু নিরস মন আমার
নেই এখানে প্রানের স্পন্দন-
নিঃস, রিক্ত অসহায় এ মন
শ্রাবন ধারায় করছে ক্রন্দন।
তুমি আসো ফিরে বন্ধু আমার মরুতে
দাও আশার জল,
রুক্ষ মনে জাগন্তুক ভালবাসা
ঝরে যাক নিরস ফল।
_______________________________________________
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।