আমাদের কথা খুঁজে নিন

   

অনুভুতি (দুই)

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

নিঃসঙ্কোচে জানাই আজ- আমি বিকারগ্রস্ত এক সত্তা স্থিতিতত্ত্ব মেনে চলি- স্থিতি নেই, সব আপেক্ষিক দায় বহুজন্মী ফিনিক্স বলি আর বহুরূপী গিরগিটিই বলি রঙ বদলাই আর নব্যরূপেই আসি- অন্দরমহলের খুনোখুনি থেমে নেই। অসময় নিয়ে আসে ভয়, ক্ষণিকের অনুতাপ ক্ষণিকেই ক্ষয় এই আমি নতজানু সর্বশক্তির কাছে, ক্ষমা চাই ক্ষমা চাই এই আমি পাপানলে, ভয় নেই- আল্লাহ অতি ক্ষমাশীল করজোরে অশ্রুসিক্ত মনোভাব নিয়ে সিজ্‌দায় নব্য নব্য স্বখাত পাপ মুছি। **শিরোনামে বানান শুদ্ধতা নিয়ে কেউ মাথা না ঘামালে খুশি হবো। আমি জানি কী কেনো লিখেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।