আমাদের কথা খুঁজে নিন

   

অনুভুতি



অদ্ভুত জীবন আরো অদ্ভুত তার রুপরেখা , আনুভুতীরা মূল্যহীন ভাষার কাছে , বিস্বাস যেখানে থাকে অদেখা , তবুও ভাষার মাঝেই ভালবাষা বাঁচে । শতবার অনুভব করি অনুভুতিকে , তবুও জানাতে হবে ভাষায় কারন , মুখ্য করে শুধু শাব্দিক দেনাপাওনাটিকে , আর সব অশুদ্ধ ব্যাকরন । আমি বধির শব্দ শিখিনি কোন , ইশারা আমার অনুভুতিকে বলে , হৃদয় চোখটা বেঁচে আছে এখনো , আমি জানি হৃদয় নয়,কন্ঠ মিথ্যা বলে । হে শব্দের বিশ্বাসি বলো কি শুনবে ? আপন জগৎ ছেড়ে এসে দেখ একাকিত্বতায় , এখানে অনুভুতির ভাষা একান্ত রবে হারাবেনা এতটুকু শাব্দিক ভাষার তিব্রতায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।