আমাদের কথা খুঁজে নিন

   

অনুভুতি

!!!

মানুষের জীবনে প্রথম সম্পর্কের অনুভুতি কোনটি? গতকাল হঠাৎ-ই কথাটা মনে এলো। মা-বাবা, ভাই-বোন বা জন্মগত অনুভুতিগুলো তো অনুভুতি বোঝার আগেই তৈরি হয়। তাহলে প্রথমে সম্পর্ক তৈরি'র অনুভুতি'র শুরু কোথায়? বন্ধুত্বে? নাকি প্রেমে? আমার জীবনে প্রথমে কাছ থেকে প্রেমে পড়তে দেখা "নীল"কে। আমাদের চারজনের বন্ধুত্বে (আমি, নীল, রু আর চি) হঠাৎ "নীল" আর "রু'র পতন। "চি" কয়েক ঘন্টা'র মাঝে হারিয়ে গেল বন্ধুত্বের সঙ্গা থেকে।

একমাত্র আর দুজনেরই সবচেয়ে কাছের বন্ধু হওয়ায় খুব কাছ থেকে দেখা'র সৌভাগ্য হল অনুভুতিগুলো'র তিব্রতা- একটু কাছে পাওয়ার আকাংখা, একবার দেখতে পাবার আকুতি, ছোট খাট খুনসুটি, ঝগড়া, ঝগড়া'র পরে মিলনে ভালবাসা, প্রতিদিনের ছোট খাট সবকিছুতে দু'জনের অনুভুতি। অদ্ভুত ভাল লাগা। সম্পর্কের এক নতুন মাত্রা দেখলাম। ভাল লাগল!! তবে জীবনে প্রথম প্রেমের অনুভুতিটা নিজের না হয়ে সবচেয়ে কাছের দু'জন বন্ধু'র প্রেমের হয়ে রইল!!! গতকাল রাতে আপু'র ফোন। সে অন্তঃসত্ত্বা।

৪মাস চলছে। একজনের আগমনের সে যে কি প্রতিক্ষা!! এই দু'জন মানুষেরও সবচেয়ে কাছের একজন হওয়ায় সব অনুভুতিগুলো'র স্বাক্ষী হয়ে চলছি। তখনও সিওর না প্রগনেন্সি নিয়ে, তবুও সবকিছুতেই সাবধানতা। প্রতি সপ্তাহে নেট ঘেটে খুঁজে দেখা কতটুকু হল সেই অনাগত। এই সপ্তাহে কান হল, পরের সপ্তাহে হাত- এমনি করে বড় হচ্ছে ছোট্ট মনি।

গতকাল আলট্রাসোনগ্রাম ছিল। ফেরার পথে ফোন। আলট্রাসোনগ্রামের সময় প্রথম বাচ্চা দেখতে পেয়েছে। বাবুটা পানি খাচ্ছিল। দুজনের কন্ঠের সেই উচ্ছাস, কে আগে দেখেছে সেটা নিয়ে দুজনের মিস্টি ঝগড়া- আমার কি-বোর্ডের সেই যোগ্যতা নেই যে সেটাকে তুলে ধরতে পারে।

আজ নীলকে ফোন করেছিলাম। এ সপ্তাহেই এক্সপেক্ট করছে ওর অনাগতকে আগত করার (তিনি মহা আনন্দিত তার এ সময় আমি তার পাশে আছি!!)। হয়ত প্রথম ওর কাছেই সেই অনুভুতি দেখব। ইসসস!! এরা কেউ-ই আমায় জীবনের এই সুন্দর অনুভুতিগুলো বাকি রাখবে না আমার জন্য!!! চোখদুটো বারবার ভিজে যায় কেন তারপরও.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।