"সে কখনো বলে নি একটিও ঘৃণার কথা,- কখনো বলে নি- প্রিয়তম, ভালবাসি।"
একদিন বনের পুকুরের ধারে জল খেতে এসে বাঘ সিংহকে জিজ্ঞেস করে, " বলেনতো মিয়া ভাই, আপানি কেন আহাম্মকের মত সবসময় গর্জন করেন?"
"আরে এটা কোন আহামক্কি নারে ব্যাটা," বুদ্ধিদীপ্ত, জ্বলজ্বলে চোখে উত্তর দেয় সিংহ। "সবাই আমাকে পশুদের রাজা বলে মানে কারন আমি নিজেকে প্রচার করি, বিজ্ঞাপন দেই!"
গাছের পেছনে বসা একটা খরগোশ তাদের এই আলাপচারীতা শুনে প্রায় দৌড়ে বাসায় চলে আসে। খরগোশটি ভাবে, সেও সিংহের রাজা হওয়ার উপায়টা নিজের জন্য একবার চেষ্টা করে দেখবে। এরপর খরগোশটি গর্জন করার চেষ্টা করে বটে কিন্তু তার গর্জন ইঁদুরের ডাকের মত কিচ-কিচে শোনায়।
ঠিক এমন সময় একটা শেয়াল পাশ দিয়ে যাচ্ছে। শেয়ালটি ঐ কিচকিচে শব্দের উৎস খুঁজতে এসে খরগোশকে দিয়েই তার বৈকালিক জলযোগ পেটপুরে সেরে নেয়!
উপদেশঃ প্রচারের আগে তুমি তোমার পণ্যের গুনগত মাণ নিশ্চিত কর!
(সংগৃহীত এবং অনুবাদকৃত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।