সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টিভি চালু করলাম। প্রথমে দেশ টিভি। দেখি বিজ্ঞাপন চলছে। এরপর গেলাম চ্যানেল আইতে। সেখানেও বিজ্ঞাপন।
এরপর একে একে আরটিভি, এনটিভি,বৈশাখী, বাংলা ভিশন, এটিএন, ইটিভি, দিগন্ত টিভি। সব খানে বিজ্ঞাপন !
তার মানে আপনি বিজ্ঞাপন দেখতে বাধ্য। কোথাও বিজ্ঞাপন ছাড়া সে সময় কিছু ছিলো না।
অথচ অনুষ্ঠানের সময় আপনি এই বাধ্যবাধকতা থেকে মুক্ত। খবরের ক্ষেত্রেও কিছু স্বাধীনতা আছে।
সব চ্যানেলে এক সাথে খবর থাকে না।
যেমন এখনও দেশ টিভিতে বিজ্ঞাপন, চ্যানেল আইতে সেরাকণ্ঠের গান, দিগন্তে নাটক, আরটিভিতে খবর, এনটিভিতে বিজ্ঞাপন, বৈশাখীতে বিজ্ঞাপন, বাংলা ভিশনে নাটক, এটিএন-এ বিজ্ঞাপন আর ইটিভিতে চলছে গান।
প্রায়ই দেখা যায় চ্যানেল গুলোতে একসাথে বিজ্ঞাপন চলছে। মাঝে দেখেছি একাধিক চ্যানেলে একই কোম্পানীর বিজ্ঞাপন হচ্ছে বিশেষত: মোবাইল বা ইউনিলিভারের।
এই বিজ্ঞাপনের ফাঁদ থেকে বাঁচার কায়দা কী ????????????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।