আমাদের কথা খুঁজে নিন

   

রাইফেল, বুলেট আজ রূপসী শীলার যৌবন মাখা নরম ঠোট রূপে হাজির হয়েছে আমার কাছে।


ডেসটিনির দুইদিনর পর পর এই নাচ-গান উৎসব নিশ্চয় দেশের বিনোদন জগতে ভিন্ন মাত্র যোগ করবে। আমরা আশাকরি অল্প কয়েকদিনের মধ্যে ডেসটিনির কোট টাই পুলাপাইনগুলা এখন থেইকা প্রতিমাসে সুস্থ বিনোদনের জন্য শীলা-মীলা-টীলা নাচের টিকেট পাইব। আর আমাদের পুলা পাইনগুলা হিন্দি শিখব মায়েরা হিন্দি সিরিয়াল দেইখা সিরিয়ালের মত সংসার চালাইব। সংস্কৃতির সুন্দর আদান প্রদান। বহু বছর আগে একদল লোক রাইফেল, বুলেট আর বুটের উপর ভর করে এই ভাবেই ঝাপিয়ে পরে ছিল আমাদের ভাষা আর সংস্কৃতি ধংসে ।

৫৯বছর আগে মায়ের ভাষার নিরাপত্তা আর সংস্কৃতির আগ্রাসন রুখতে এই মাসে লক্ষ তরুণের রক্তে জ্বলে উঠে ছিল প্রতিবাদের জোয়ার। আর আজ এই মাসে আমাদের লক্ষ তরুনের দেহে মনে শীলার যৌবন জ্বলে ওঠছে। রাইফেল, বুলেটদারী সেই জানোয়ারগুলো এই জানোয়ারগুলোর মধ্যে হয়ত অনেকই আকাশ পাতাল তফাৎ খুজে পাবেন। সময় সাথে সাথে আগ্রাসনের রূপ পরিবর্তন করে রাইফেল, বুলেট আজ রূপসী শীলার শীলার যৌবন মাখা নরম ঠোট রূপে হাজির হয়েছে আমার কাছে। একটা কামড় শরীরে সমস্ত শক্তি দিয়ে একটা চুম্বন।

না প্রতিবাদ মায়ের ভাষার মাসে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.