আমাদের কথা খুঁজে নিন

   

রাইফেল সিরিজ - এম ১৬

অলস মস্তিস্ক বহু বান্দরামীর উর্বর ভূমি

রাইফেল সিরিজের আগের পোষ্ট ছিল একে ৪৭ নিয়া আর এই পোষ্ট একে ৪৭ এর অন্যতম প্রতিপক্ষ এম ১৬ নিয়ে এম ১৬ আমেরিকার স্ট্যান্ডার্ড রাইফেল। রাশিয়ান একে ৪৭কে কাউন্টার এবং তৎকালীন এম ১৪ রাইফেলকে রিপ্লেস করার জন্য আমেরিকা এই অস্ত্র তৈরি করে। ১৯৫৭ সালে এর বেসিক ডিজাইন করে ইউএস মিলিটারির Eugene Stoner & L. James Sullivan । এর সেমি অটোমেটিক,অটোমেটিক ২ ভার্শনই আছে । এম ১৬ এর বৈশিষ্ট্যের মাঝে আছে এর আক্যুরেসী, এই রাইফেলের আক্যরেসি রেট ৭৬% এম ১৬ আরেকটা ভয়ংকর জিনিস হচ্ছে হাইড্রো-ষ্ট্যাটিক শক।

এর হালকা বুলেট লক্ষ্যবস্তুততে প্রবেশ করে ফেটে টুকরো টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে এর ফলে চারপাশে থাকা বিভিন্ন ভাইটাল অরগ্যান ও টিস্যু মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বুলেটের মধ্যে পারদ রাখা হয় যাতে পারদ রক্তে ছড়িয়ে আক্রান্তের মৃত্যু নিশ্চিত করে। এম ১৬ এ গ্রেনেড লান্চার ও বিভিন্ন ধরনের সাইট যোগ করা যায়। গ্রেনেড লান্চার সহ এম ১৬ এটি প্রথম সার্ভিসে আসে মানে ব্যবহৃত হয় ভিয়েতনাম যুদ্ধে। কিন্তু ভিয়েতনামে এম ১৬ তার কার্যকারিতা খুব একটা প্রমাণ করতে পারেনি উল্টো তা আমেরিকান সৈন্যদের কে বিভিন্ন বিপদে ফেলেছে।

এর অন্যতম সমস্যা ছিল বারবার জ্যাম হয়ে যাওয়া কারন এটা গ্যাস অপারেটেড হওয়া সত্বেও এতে কোন গ্যাস চেম্বার নেই যার ফলে ব্যারলে কার্বন জমার হার অনেক বেশি। এতে রাইফেল ওভারহিট হবার হারও বেশি ফলাফল হুট করে রাইফেল অকজো এই দুই কারনে ভিয়েতনাম যুদ্ধে অনেক আমেরিকান সৈন্য দাড়িয়ে দাড়িয়ে গুলি খেয়েছে। এর আরেকটা ঝামেলা হইল এর মেইনটেইন্যান্স। এই অস্ত্র পরিস্কার করা যথেষ্ট কষ্টকর এবং সময়সাপেক্ষ। এম ১৬ ভেদন ক্ষমতাও বেশি ভালো নয় ।

এর সাধারন বুলেট ২ ইন্চি দেয়াল এর বেশি ভেদ করতে পারে না যেখানে একে ৪৭ এর বুলেট করতে পারে ৪.৫ ইন্চি বিবরন: ভর : ৪ কেজি (বেসিক মডেল) এমুনিশান : ৫.৫৬*৪৫ মি.মি ন্যাটো মাজল ভেলোসিটি : ৮২৫ মিটার/সেকেন্ড (মডেলের উপর নির্ভর করে) কার্যকরী দুরত্ব : ৫৫০ মিটার / সেমি অটোমেটিক ৪৫০-৫০০ মিটার / অটোমেটিক ফায়ারিং রেট : ৭০০-৮৫০ রাউন্ড/ মিনিট ম্যাগাজিন: ৩০বা ৪৫ রাউন্ডের বক্স ম্যাগাজিন এই অস্ত্রের ব্যবহার মূলত আমেরিকার প্রভাব আছে এমন দেশ গুলোতেই বেশি। বাংলাদেশ নেভিতে স্বল্প পরিসরে এই অস্ত্র ব্যবহৃত হয়। তবে সোয়াতে এর উন্নত সংস্করণ AR - 15 ব্যবহৃত হয়। রাইফেল সিরিজের আগের পোষ্ট : রাইফেল সিরিজ - বিডি ০৮ সাবমেশিন/ মেশিনগান গান রাইফেল সিরিজ - হেকলার এন্ড কচ্ - জি্ ৩ রাইফেল সিরিজ - একে ৪৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.