আমাদের কথা খুঁজে নিন

   

থ্রিডি প্রিন্টারে তৈরি প্রথম রাইফেল

কানাডার এক রাইফেল প্রস্তুতকারক ত্রিমাত্রিক প্রিন্টার দিয়ে বানানো রাইফেল থেকে সফলভাবে গুলি করার দাবি করেছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ম্যাথিউ নামে ওই রাইফেল প্রস্তুতকারক প্রথম সফল ত্রিমাত্রিক পিস্তল অনুসরণ করে এ অস্ত্রটি বানিয়েছেন।
ম্যাথিউ প্রথমবার পয়েন্ট ২২ ক্যালিবারের রাইফেলটি থেকে একটি গুলি করতেই তা ভেঙে যায়। কিন্তু তারপর তিনি রাইফেলটির নকশায় পরিবর্তন করে আগের তুলনায় পুরু নলের ব্যবস্থা করেন।
পরের বার ম্যাথিউ ত্রিমাত্রিক প্রিন্ট করা রাইফেলটি থেকে ১৪টি গুলি করতে সমর্থ হন। তারপর রাইফেলটির নলের চারপাশের প্লাস্টিক ভেঙে যায়।
সম্প্রতি ত্রিমাত্রিক প্রিন্ট করা বন্দুক নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ইন্টারনেটে এ ধরনের অস্ত্রের বেশকিছু ব্লুপ্রিন্ট পাওয়া যাচ্ছে, যেগুলো ব্যবহার করে ত্রিমাত্রিক প্রিন্টার থেকে প্রিন্ট করে অস্ত্র বানানো সম্ভব।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.