আমাদের কথা খুঁজে নিন

   

রাইফেল সিরিজ- উজি গান

অলস মস্তিস্ক বহু বান্দরামীর উর্বর ভূমি
উজি হল ইজরাইলের এক অন্যতম অস্ত্র যা কিনা সাব-মেশিনগান এবং পিস্তলের মিশ্রনে তৈরী । এটা বিশ্বের একমাত্র মেশিনপিস্তল হিসাবে ও পরিচিত । উজির মূল ব্যবহারকারী হল বিশ্বের বিভিন্ন দেশের পুলিস ও এন্টি-টেরোরিষ্ট স্কোয়াড। ১৯৪০ দশকের শেষের দিকে উজির ডিজাইন করেন ইজরাইল সেনা বাহিনীর মেজর উজিয়েল গাল। এর প্রথম প্রটোটাইপ প্রস্তুত হয় ১৯৫০ সালে এবং ১৯৫৪ সালে উজিকে আইডিএফ (ইজরাইলি ডিফেন্স ফোর্স) এর স্পেশাল ফোর্স এ পার্সোনাল ডিফেন্স উইপন হিসাবে এর ব্যবহার শুরু হয়।

১৯৬৭ এর যুদ্ধে উজিকে ইজরাইলি ডিফেন্স ফোর্সের বিভিন্ন শাখার সৈন্যদের মাঝে পার্সোনাল ডিফেন্স উইপন হিসাবে দেয়া হয়, এবং এর সুফল ও পাওয়া যায় বেশ ভাল ভাবে। উজির জনপ্রিয়তার প্রধান কারন এর আকৃতি। মোটামুটি একটা পিস্তলের সমান এই অস্ত্রে অটোমেটিক ফায়ার সুবিধা আছে, যা কিনা তৎকালীন যে কোন পিস্তলে চিন্তাও করা যেত না। আর এই আকৃতির কারনে লুকানোও সহজ। লুকানোর সুবিধার কারনে আজও ব্যাংক ডাকাতি কিংবা ঝটিকা হামলার ক্ষেত্রে উজির উপস্তিতি সর্বাধিক।

উজির আরেকটা সুবিধা হল এর ব্যবহারবিধি। একটা পিস্তল আর উজির এর ব্যবহারের নিয়ম কানুনে কোন পার্থক্য নেই । এতে পিস্তলে ব্যবহৃত ৯*১৯ মিমি বুলেট ব্যবহার করা হয়। যার ফলে ফায়ারিং এর সময় এটি তেমন কোন ধাক্কাও দেয় না। সর্বোপরি এর মেকানিজম খুবই সাধারন।

যা কিনা এর জনপ্রিয়তার অন্যতম কারণ। বিবরণ : ভর : ৩.৭কেজি এমুনিশান : ৯*১৯ মি.মি মাজল ভেলোসিটি : ৩১৫ মিটার/সেকেন্ডে কার্যকরী দুরত্ব : ১০০মিটার / অটোমেটিক ফায়ার ১৩০ মিটার / সিন্গেল ফায়ার ফায়ারিং রেট : ৪৫০ রাউন্ড/ মিনিট ম্যাগাজিন: ১০ রাউন্ডের অথবা ২৫ রাউন্ডের বক্স ম্যগাজিন উজির অসুবিধাগুলোর মধ্যে আছে এর গরম হয়ে যাওয়া। সাধারণ লোহার পাতে তৈরী বলে উজি খুব সহজেই গরম হয়ে যায় । এছাড়া এতে ব্যবহৃত সাধারন পিস্তলের বুলেটের পক্ষে অনেক ক্ষেত্রে বিভিন্ন লক্ষ্যভেদ করাও সম্ভব হয়ে উঠে না। এছাড়া এই বুলেটের কর্যকরী দুরত্ব ও কম ।

এই জন্য এর ব্যবহার মূলত ব্যক্তিগত অস্ত্র হিসাবে। আজ পর্যন্ত কোন দেশই সরাসরি ফ্রন্ট লাইন আর্মস হিসাবে উজি ব্যাবহার করেনি। তবে শহর অন্চলে কোন অপারেশনের জন্য উজি অত্যন্ত জনপ্রিয়। এর সাব-মেশিনগান ভার্সন বের হলেও তা একেবারেই জনপ্রিয়তা পায়নি। বিশ্বের বিভিন্ন দেশে উজির বিভিন্ন ভার্শনে ব্যবহৃত হয়।

বাংলাদেশে র‌্যাব এই অস্ত্র ব্যবহার করে থাকে । রাইফেল সিরিজের আগের পোষ্ট : রাইফেল সিরিজ - বিডি ০৮ সাবমেশিন/ মেশিনগান গান রাইফেল সিরিজ - হেকলার এন্ড কচ্ - জি্ ৩ রাইফেল সিরিজ - একে ৪৭ রাইফেল সিরিজ - এম ১৬
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.