আমাদের কথা খুঁজে নিন

   

ঐতিহাসিক চরমোনাই মাহফিল ২০১১



ইসলামের দর্শনে অনুপ্রাণিত নবী সাঃ এর আদর্শের প্রতিচ্ছবি মহা এক নায়কের পরিচালনায় বিগত ৮৪ বৎসরের এক ঐতিহাসিক ''আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার'' এর পাঠশালা দেশ বরেণ্য ওলামা মাশায়েখ গণের আল্লাহর ভালোবাসায় শিক্ত এক মিলন মেলা রহমত,মাগফিরাত, আর নাজাতের সুউপদেশের এক ভান্ডার এই চরমোনাই মাহফিল । আজ থেকে শুরু হচ্ছে বরিশালের চরমোনাই দরবার শরিফের ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল। আজ বাদ জোহর চরমোনাই পীর মাওলানা সৈয়দ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিল শুরু হবে। রোববার সকাল ৯টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে। প্রতিবছর চরমোনাই দরবার শরিফে দুইবার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিবারই লাখ লাখ মুসল্লির সমাগম হয় এখানে। দেশের সব এলাকা থেকে অসংখ্য মুসল্লি বাস, লঞ্চ ভাড়া করে ছুটে আসেন এখানে। মাহফিলের দু’দিন আগে থেকেই অসংখ্য মুসল্লি জমায়েত হতে থাকে মাহফিল স্থলে। এ সময় ১৫ থেকে ২০ লাখ মুসল্লির আল্লাহ আকবর, আল্লাহ আকবর আর জিকিরে জিকিরে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। লাখ লাখ মুমিন তাদের কষ্ঠ উপেক্ষা করে শুধুই আল্লাহ ও রাসুল সাঃ এর নির্দেশনা শুনা ও তদানুযায়ী জীবনকে পরিচালনা করার উদ্দেশ্যে সমবেত হন এই চরমোনাই প্রাঙ্গণে।

ধারনা করা বাংলার জমিনে বিশ্বইজতিমার পর লোক সমাগমে এই চরমোনাই মাহফিলের স্হান। এই মহা সন্মেলনের বর্তমান কর্ণধার নবী সাঃ আর সাহাবাগণের রাঃ আর্দশে অনুপ্রাণীত সঠিক ও সত্যের বক্তা ন্যায়ের সাথে আপোশ কারী ন্যায় নিষ্ঠা আর সততার চাবিকাঠি মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আমি তার সার্বিক মঙ্গল কামনা করি, এবং চলমান মাহফিলের সফলতা কামনা করি। http://www.charmonaibarishal.com/index.php

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.