আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরে শহীদ মিনার ভাঙলো জামায়াত

ধর্ম যার যার , বাংলাদেশ সবার নাটোরের লালপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর করেছে জামায়াত-শিবিরের কর্মীরা। শনিবার মধ্যরাতে শহীদ মিনারটি ভেঙে ফেলেছে জামায়াতের লোকজন বলে জানিয়েছে লালপুর থানা পুলিশ ও স্থানীয় লোকজন। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির এ ঘটনা ঘটিয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান আলী বাংলানিউজকে জানান, তিনি রোববার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখেন বিদ্যালয় মাঠের শহীদ মিনারের পশ্চিম পাশের একটি স্তম্ভ ভা‍ঙা। লালপুর থানা যুবলীগের সদস্য ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহমুদুর রহমান পলাশ জানান, জামায়াত-শিবির কর্মীরা শুক্রবার জুমার নামাজের পর সেখানে মিছিল-সমাবেশ করে।

জামায়াত-শিবির রাতের আঁধারে শহীদ মিনার ভেঙেছে অভিযোগ করে তিনি এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ঘটনার সত্যতা স্বীকার করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, রাতের আঁধারে একদল দুর্বৃত্ত শহীদ মিনারে হামলা চালায়। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর সারা দেশে তাণ্ডব চালায়। সেদিন তারা দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনার ভাঙচুর করে, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.