আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগিং- একরাশ স্বপ্নের বুনন আর ব্লগার শ্রাবনীর জন্ম

শ্রাবনী খুঁজছে ভাবনার পথ...

ব্লগ জীবনের এক বছর পূর্ণ হলো এই মাসে। প্রথম ব্লগে লেখা দিলাম ২১শে ফেব্রুয়ারী ২০১০ রাতে। কি যে ভাল লেগেছিল যখন প্রথম কমেন্টটা পড়ি। কিবর নামে একজন ব্লগার কমেন্ট দিয়েছিল। প্রথম গল্প 'শহীদ মিনার'।

এই গল্পটা লিখেছিলাম একটা দেয়ালিকার জন্য। কিন্তু ওরা কেন জানি গল্পটা নিল না হয়ত দেয়ালিকার জন্য বেশি বড় হয়ে যায়। ২১শের রাতে ব্লগে প্রথম এই গল্পটা দিয়ে ফেললাম। এক বছরে খুব কম পোষ্ট দিয়েছি। সবসময় আমার লিখতে ইচ্ছে করে না।

খুব যখন ভাল লাগে বা যখন খুব মন খারাপ তখনই শুধু আমার লিখতে ইচ্ছে করে। অন্যদের ব্লগ পড়তে ভাল লাগে। কত প্রতিভাবান মানুষ যে আছেন ব্লগে! তাদের লেখনী সবসময়ই আমায় মুগ্ধ করে। তাদের লেখাগুলো পড়ি আর শেখার চেষ্টা করি। যে মানুষটির প্রবল উৎসাহে ব্লগ লেখা শুরু করি তার কথা না বললেই নয়।

আমার ছোট ভাই মোজাম্মেল। তাকে ধন্যবাদ লেখালেখি করার সাহসটুকু দেবার জন্য এবং নিয়মিত ব্লগ পড়ার জন্য। ব্লগে এসে কিছু ভাল বন্ধু পেলাম এই এক বছরে। শায়মাপি যে গান ও নাচ দুটোই পারেন আমার ধারণা তার গানের গলা অসাধারণ। তিনি লিখেও খুব চমৎকার।

শায়মাপির লেখা পড়লে মনে হয় একজন প্রতিষ্ঠিত লেখেকের লেখা পড়ছি। এরপর রিমঝিম আপু। তার রাজকন্যা আর রাজত্বের গল্প আর ছবি দেখতে খুব ভাল লাগে। রিমঝিম আপু আমার অনেক বড় প্রেরণা। এই দুজন আপুই আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন তাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে।

সত্যবাদী মনোবট আমার ছোট্ট দাদা খুব সুন্দর সুন্দর কবিতা পড়া যায় যার ব্লগে গেলে। জুন আপু যিনি পর্যটক হিসেবে পরিচিত ব্লগে। তার ভ্রমণকাহিনী গুলো পড়লে মনে হয় মিশরের পিরামিড অথবা নীলনদ দেখতে পাচ্ছি চোখের সামনে। চমৎকার তার রচনাশৈলী। রাজসোহান কবিতা, গল্প অথবা আত্মকথন যে কোন লেখায় যার পারদর্শীতা অনেক।

মহাবিশ্ব খুব সুন্দর কবিতা লেখেন। ভীষন ভাল লাগে আমার তার কবিতাগুলি। আরো কিছু ব্লগার আছেন যাদের লেখা আমার সত্যি ভাল লাগে এদের মধ্যে আছেন- ইশতিয়াক আহমেদ ( যদিও তিনি কখনও আমার ব্লগে আসেননি), আব্দুল্লাহ আল মনসুর, ইমন জুবায়ের আরও কয়েকজন আছেন যাদের নাম মনে পড়ছে না। আরও আছেন আদনান, রনি, শোশমিতা, মাহী ফ্লোরা, রাইসুল সাগর, সুমন, নীল ভোমরা ও আরও অনেকে যারা নিয়মিত আমার ব্লগ পড়েন তাদের প্রত্যেকের প্রতি জানাই আমার অপরিসীম কৃতজ্ঞতা। একুশের প্রথম প্রহরে লিখছি।

খুব ভাল লাগছে যে আজকের এই দিনেই ব্লগার শ্রাবনীর জন্ম হয়েছিল। স্বপ্ন দেখি একদিন আমিও ছুঁয়ে দেখব আকাশ আর ছড়িয়ে দেবো মুঠো মুঠো জোছনা...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.