আমাদের কথা খুঁজে নিন

   

শোনেন শোনেন ব্লগঅবাসী শোনেন দিয়া মঅঅন আজব এক পিরিতির কথা করিবঅ বর্নঅন

ihzaka@yahoo.com হুপফূল মানসিক স্বচ্ছতায় বিশ্বাসী.. কিছুটা বাদর কিছুটা নিরিহ কিসিমের! তবে, অনেক বড় স্বপ্ন দেখে এদেশটাকে নিয়ে, যেখানে একদল শিক্ষিত তরুন ঘূণে ধরা রাজনীতিকে সত্যিকারের পরিবর্তণের পথে চালিত করতে নোংরা, হিংস্র সামপ্রদায়িকতামুক্ত, প্রকৃত দেশপ্
শোনেন শোনেন ব্লগঅবাসী শোনেন দিয়া মঅঅন আজব এক পিরিতির কথা করিবঅ বর্নঅঅঅন, জেলা হইল গাজীপুর আর থানা কাপাসিয়াআআআ দুগ্যাপুর য়্যুনিয়নেএএএএএ বেগুনহাটি গিয়াআআ দেখতে পাইবেন কুমাড়বাড়ীর রহীমশেখের ছেলেএএ কিলাস থিরির ইংলিশ বইটা পড়ছে পৃষ্ঠা মেলেএএএ নাম জিগাইলে হাসিমুখেএএএ কইবু ফারুক জিয়াআ মনে আমার খায়েশ ছেলঅ করুম তারে বিয়াআআ আপনেরা কৌতুহলি নয়নে জিগাইবেন তারে:- কারে? কারে করবা বিয়া????????????????????? ------------------------------------------ ------------------------------------------ বিজলী হাসি দিয়া কইবঅঅ হুনেন দিয়া মঅঅঅঅঅন আমাগের পিরিতির কথাআআ এবার করিবঅ বর্নঅন, আমার নাম ফারুক জিয়া আর হেতি হাসনা বানুউউ (গেলবার কিলাস টুয়ের বাশিক পরিকখার পঅরে) হেগো বাড়ীত গেছলাম আমি সংগেএএএ ছিল নানুউউ শুক্কুরবারে (একলগে)বই দেইক্ষাআআআআ লাগে তারে ভালুউ কইলাম তারেএএএ মনের কথা সংগে ছিল কালুউউউউউউউ (এইভাবেই চলিতে থাকিলঅ, এমনি কইরাআআ) দিন গেলঅ মাস গেলঅ আইলঅ বর্ষাকাহাআআল তাহার লিগা দিলডা আমাআর করে টালমাটাআল বেবাআআক কিছু হুইন্যা মাআয় দিলঅ মোরে মাইর ঘাড়ে ধইরা ঘরেত্তন হেদিন কইরা দিলঅঅঅ বাইর, দৌড়াই গেলাম বানুর কাছে কাইন্দা কলাআম সবঅ চউক্ষের পানি মুইচ্ছা আমায় বুদ্ধি দিলঅঅ নবঅঅ ----------------------------------------- তাপ্পর তাপ্পর? তাপ্পর কি হলঅঅঅঅ? ----------------------------------------- বেলা বাজে ১০টা তখঅঅন বারে মঙ্গলবাআআর সবার চোখে ফাকি দিয়াআআ সারিলাম আহাআর লঙ্গি, গেঞ্জি, হাপ্পেন লৈয়া ভরলাম পলিথিনেএএএ সংসার করুম কেম্বায় মোরা টাহা পুইসা বিনেএএএ তাইনা? আমি গেলাম লঞ্চের ঘাটেএ(হেটেহেটে)নামটা রানীগঞ্জঅ ও আইল(চুপিসারে)ইস্কুলেত্তঅন সাজল মোদের মঞ্চঅঅ উঠলাম নৌকায় একই সংগে বাধা অংগে অংগেএএএ কচ্ছি কথা দুজনাতেএএ সাকিব অপুর ঢংয়েএএএ তুমি করবা ঝিয়ের কাম আর আমি হোটেল বয় দুজনাতে সুখের সংসাআআআর করুম কস্ট জয় ------------------------------------- শুনছেন আপনেরা শুনছেন? পিচকি পুলাপাইনতের কান্ডকারখানা শুনছেন? (পেছন থেইক্কা পুলার মায় কয়) পুলায় পড়ত কিলাস টুতে মাইয়ায় কিলাস থিরি লেম্বর কাহায় হুইন্যা এসব ধরায় পাতার বিড়ি তাপ্পরে হঠাত করিয়া এক আচমকা ঝড়ে সব কিছু হইয়া গেলু লন্ডভন্ড~ সেইসব অতীইইইব দুস্কের কতা! আফনেগোর কাছে আ-র কইতাম ফারুম না~ কাইন্দা কাইট্টা বুক ভাসানোর ইমু, দিলে চিক্কুর দিয়া চিনচিন ব্যাথা জানান দিউনের ইমু, বুকটা হাডি অক্করে ছাড় খা--র হইয়া যাইবার ইমু~ অবশেষে ইমু অব চোখের জল
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.