বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে বৃটিশ পার্লামেন্টের ৬৭ জন সদস্য সমর্থন জানিয়েছেন।
বাংলাদেশে সফররত বৃটেনস্থ প্রবাসী বাংলাদেশীদের সংগঠন “অরগানাইজেশন ফর দি রিকোজনিশন অফ ‘বাংলা’ এজ এন অফিসিয়াল লেঙ্গুয়েজ অফ দি ইউনাইটেড নেশনস, ইউকে”এর প্রতিনিধি দল জানিয়েছেন, তাদের ক্যাম্পেইনে বৃটিশ পার্লামেন্টের ৬৭ জন সদস্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে সমর্থন জানিয়েছেন। বহিবিশ্বেও সমর্থন আদায়ের লক্ষে তারা তাদের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শওকত আলীর সাথে তার কার্যালয়ে সাক্ষাত করে সংগঠনটির একটি প্রতিনিধি দল এসব কথা জানান।
সাক্ষাতকালে তারা বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা করার দাবী সংশিষ্ট বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন।
তারা বাংলা ভাষাকে কিভাবে জাতি সংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা যায় তার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।
প্রতিনিধি দলকে স্বাগত জানিযে ডেপুটি স্পীকার শওকত আলী বলেন, “বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ”
তিনি জাতীয় সংসদে বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা করার প্রস্তাব উত্থাপন ও তা সর্বসম্মতি ক্রমে পাশ হওয়া স¤পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।
তিনি জানান, জাতীয় সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল ৬ এপ্রিল, ২০০৯ এ ১৪৭ বিধিতে জাতীয় সংসদে বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা করার প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতি ক্রমে পাশ হয়।
সংগঠনেরর সেক্রেটারি জেনারেল তোফাজ্জল হোসেন চৌধুরী বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে জানতে চান এবং জাতীয় সংসদে এ সংক্রান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
প্রতিনিধি দল তাঁদের কর্মতৎপরতার কথা ডেপুটি স্পীকারের কাছে তুলে ধরেন। তাঁরা বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
প্রতিনিধি দল জানান, ২০০৬ সালে সংগঠনটি বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার দাবীতে ক্যাম্পেইন শুরু করেন, ২০০৮ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার তাদের ক্যাম্পেইনে একমত পোষণ করেন এবং বাংলাদেশের বর্তমান সরকারের সাথে যোগাযোগ করলে তাদের ক্যাম্পেইনে সমর্থন জানিয়ে সংসদে প্রস্তাব উত্থাপন ও পাশ করে।
প্রতিনিধি দলে সংগঠনের প্রেস ও পাবলিকেশন সেক্রেটারি শেখ মফিজুর রহমান, আরজু মিয়া এমবিই, সৈয়দ আমিনুল হক এবং মশিউর রহমান মজনু ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।