আমাদের কথা খুঁজে নিন

   

এবারের বিশ্বকাপে (অন্তত বাংলাদেশে) চিয়ার গার্লসদের দেখতে চাই না।

নিজেকে নিয়ে ভাবছি

ইদানিং ক্রিকেট খেলার মধ্যেও নাচানাচি শুরু হয়ে গিয়েছে। মানুষ হয়তো খেলা দেখে কিছুটা আনন্দ পায় । মন শিহরিত হয়। কিন্তু বর্তমানে আনন্দের নামে যে অর্ধ উলংগ মেয়েদের নাচানাচি করানো হচ্ছে তা অবশ্যই দৃষ্টিকটু। এটা ওয়েষ্টার্ন কালচার।

কিছুটা হিন্দি কালচার ও বলা যায়। মূলত আইপিএল, আইসিএল এ এই উতপাত বেশি দেখা যায়। বিশ্বকাপের মত বড় অনুষ্টানে এই জিনিস আমরা দেখতে চাই না। আমাদের দেশের অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে খেলা দেখতে যাবেন, বা টিভিতে খেলা দেখবেন। সেই সময়ে ঐ সব চিয়ার গার্লসদের দেখতে পাওয়া গেলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্ট হবে।

তাই নীতি নির্ধারকদের উদ্দেশ্যে বলতে চাই। । দয়া করে এই কাজটি করবেন না। এবারের বিশ্বকাপে (অন্তত বাংলাদেশে) চিয়ার গার্লসদের দেখতে চাই না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.