আমাদের কথা খুঁজে নিন

   

অনলে আগুন



ফাগুন তোমার আগুন ছড়ায় অঙ্গে হলুদ শাড়ী দৃষ্টিটা মোর স্থির হয়ে যায় দেখে তোমার ঐ আঁখি। বদনে তোমার ছড়ায় শোভা কপলের কৃষ্ণ বিন্দু ইচ্ছে যে হয় রচি আমি প্রেমের বিষাদ সিন্দু। কাজল কাল কেশে তে তোমার গাঁদা ফুলের মালা মন যেন আজ আনমনা হয় দেখে তোমার ঐ খোঁপা। উষ্টে তোমার লুকানো হাসি গোলাপের মত ফোঁটে আঁধার ঘরে আলো ছড়ায় আমার মনের ঘরে। ইকবাল কয় সব ছলনা কৃষ্ণ পক্ষের আঁধার আলো ফোঁটলেই সব যাবে ভুলে শূন্য হৃদয় তোমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।