আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশের ৫ কেন্দ্রে পাস ৯০.২৪ শতাংশ

গত বছর  ৯৪ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল।
এ বছর ১৬৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৪৮ জন, যাদের ৩২ জন পেয়েছে জিপিএ-৫।
এর মধ্যে কাতারের বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের ২২ শিক্ষার্থীর ১৯ জন  পাস করেছে। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে ২৪ জনের ১৯ জন এবং জেদ্দার বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৮ জনের মধ্যে ৪৫ জন উত্তীর্ণ হয়েছে।
এ ছাড়া রিয়াদের বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৫ জনের মধ্যে ৬০ জন পাস করেছে।
আর ত্রিপলির বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ শিক্ষার্থীর সবাই পাস করেছে।
শনিবার সকালে সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.