সব সময় বাজার করি সুপার শপ থেকে।সব কিছু থরে থরে সাজানো থাকে তাই কোন জিনিস কিনতে হলে কোন কথা বলতে হয়না।
তাই জার্মান বলার ঝামেলায় পড়তে হয়না।
একদিন শনিবার হল সমস্যা সুপার শপ বন্ধ তাই গেলাম একটা তুর্কি দোকানে,
ছোটখাট দোকান সবকিছু ডিসপ্লেতে নাই,কিআর করা,দোকানীকে ইংরেজীতে বললাম মুরগী চাই,লোকটা আমার কথার মাথামুন্ডু কিছুই বুঝল না।
কি ঝামেলা আমি অনেক চেষ্টা করেও মুরগী কে জার্মান এ কি বলে বের করতে পারলাম না।
এখন কি করি,হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসল দোকানীকে বললাম কক্ক কক্ আছে,
দোকানী বলল ও ইয়া ইয়া,যাই হোক শেষ পর্যন্ত আমার মুরগী খাওয়া হল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।