আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশের শয্যায় আজ তার ঘুম হয়নি...

সুন্দর সমর

আজ রাতে তার ঘুম হবে না, বিদেশের এমন চমৎকার আবহাওয়া ব্লাডি বাংলাশেদের মত পলিউশন নেই, হ্যা কি চমৎকার শয্যা তারপর ঘুম হয় না, না কানের সমস্যা নয়, ওর চিকিৎসা আগেই হয়েছে, চোখের রোগ ভোগ নয়, ওরা বের হয়ে আসছে, আইনের রাস্তা ধরে, এটাই মুশকিল, কেউ আর মুচেলকা দিচ্ছে না, যার শিরদাঁড়ায় শয়তান দাঁত বিধিয়েছে, উঠতি যোয়ানডারে বিছানায় ফেলে দিছে সেও দেয়নি কোনও মুচালেকা, নিশ্চয়ই এটা কোনো ষড়যন্ত্র পাব্লিকের কাছে দাম বাড়ানোর পায়তারা, আর পাব্লিকও পারে, ওর বাপের জানাযায় দল বেঁধে, বাঁধ ভাংগা জোয়ারের পানির মত লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছিলো, আগে পরে এমনটা আর ঘটেনি! এখনো পাব্লিক তাগোরে ভোট দেয়, ভোট দেবে, এটাই আতংক! গদির হালুয়া বুঝি পাতে পড়ল না... কি যে হবে কে জানে, বাংলাদেশের পাব্লিক বড়ই অদ্ভুত, তারা জানে কত ধানে কত চাল! কার ন্যাজ বাঁধা থাকে কাহার গোয়ালে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.