ডিজি টাল (ডিরেক্টর জেনারেল অব টাল)
তাহের হত্যার বিচার চাওয়া নেতাদের সমালোচনায় সাবেক ছাত্রলীগ নেতারা
যেসব আওয়ামী লীগ নেতা কর্নেল তাহের হত্যার বিচার দাবি করেন, তাদের সমালোচনা করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা।
একই সঙ্গে বঙ্গবন্ধুকে জাতির জনক স্বীকৃতি দিতে না পারায় বর্তমান সরকারের সমালোচনা করেছেন তারা।
এছাড়া তারা ঠিকমতো খোঁজ-খবর নিয়ে যোগ্য ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর ওয়ালসো টাওয়ারে সাবেক ছাত্রলীগ ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মাখনের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় নেতারা এসব বলেন।
কর্নেল তাহেরের বিচার দাবি করার জন্য আওয়ামী লীগ নেতাদের সমালোচানা করে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর যে কর্নেল তাহের উল্লাস প্রকাশ করেছিলেন, আজ আওয়ামী লীগের নেতারা সেই কর্নেল তাহেরের বিচার দাবি করছে।
এটা লজ্জার বিষয়। কারণ কর্নেল তাহের বেঁচে থাকলে আজ আওয়ামী লীগের কেউ বেঁচে থাকতো না। ’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আজ যাকে তাকে ধরে এনে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা কী ছিল সেটাও খোঁজ নিয়ে দেখা হয় না। ’
সংগঠনের সভাপতি ও ছাত্রলীগের সাবেক নেতা নূরে আলম সিদ্দিকী বলেন, ‘সংসদে দুই-তৃতীয়াংশ আসন থাকার পরও এই সরকার বঙ্গবন্ধুকে জাতির জনকের স্বীকৃতি দিতে পারল না, এটা সত্যিই লজ্জাজনক।
’
সংগঠনের সভাপতি ও ছাত্রলীগের সাবেক নেতা নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা, খবর পত্রিকার সম্পাদক ড. মিজানুর রহমান, সাবেক সচিব শফিকুর ইসলাম, লেখক সাংবাদিক শাহীন রেজা নূর প্রমুখ।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।