আমাদের কথা খুঁজে নিন

   

মাশরাফিকে এবার কান বরাবর থাপ্পর মারার সময় হইছে।

http://www.facebook.com/Kobitar.Khata

মাশরাফিকে নিয়ে এবং মাশরাফি যা শুরু করেছে তার এবার একটা সমাধান হওয়া প্রয়োজন। সে এমন হাবভাব শুরু করেছে যেন সেই বাংলাদেশের ক্রিকেট। মানি সে আমাদের সেরা বোলার, কিন্তু তারমানে এই না যে সেই সব কিছু, তারমানে এই না যে অন্য বোলারেরা ওর থেকে অনেক বেশী খারাপ। পরিসংখ্যান বিচার করলে ভাল করে বুঝতে পারবেন। বুঝতে হবে তাকে কেন বাদ দেয়া হয়েছে।

পেশাদার ক্রিকেটে আবেগের কোন স্থান নাই। সে আগে অনেক কিছু্ই করতে পারেব কিন্তু বর্তমানে সে যদি শারিরীক ভাবে ফিট না হয় তবে দলে থাকার কোন যোগ্যতাই তার নাই। সে আবাহনীর পক্ষে ১০ ওভার বল করে নিজেকে ফিট বলে দাবী করছে। ১০ ওভার বল ১০ বছরের একটা বাচ্ছাও করতে পারে। দশ ওভার বল করা মানেই ফিট প্রমান করা না।

তার থেকে অনেক বড় বড় ক্রিকেটারকেও দল থেকে বাদ দেয়া হয়েছে, কই তারাতো কেউ তার মতো হাউকাউ করছে না। জয়সুরিয়া শ্রীলংকাকে কি না দিয়েছে? ভাস শ্রীলংকাকে কি না দিয়েছে? তারা অতীতে অনেক কিছু দিয়েছে তাই বলে কি তাদের চিরকাল দলে রাখতে হবে? তারা সুস্থ ও ফিট থাকার পরও বাদ পড়েছে, আর মাশরাফি আনফিট হয়েও কি করে দলে থাকার আশা করে? মাশরাফির কারণে বিশ্বকাপের আগে আগে দলের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার উপক্রম হয়েছে। এটা এই মূহুর্তে দলে বিরূপ প্রভাব ফেলতে পারে। এখনই মাশরাফিকে থামানো উচিত। মাশরাফি, আশরাফুল যতনা ভাল খেলোয়াড় তার থেকেও অনেক বেশী তাদেরকে মিডিয়া ওয়ালারা মাথায় তুলেছে।

মিডিয়াকেও দুটো থাপ্পর মারা উচিত মনে হচ্ছে বিশ্বকাপ রিলেটেড দুটো লিংক। একটা ফাও। বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের ভারতীয়দের অধিপত্য নিয়ে যারা হাউকাউ করেছিল তারা এখন কি বলবেন? আসুন দেখি বিশ্বকাপ ক্রিকেটে ভারত আমাদের কি করতে পারে, আমরা কি করতে পারি, কে আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। তবে কি আমি রাজাকারের সন্তান?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.