আমাদের কথা খুঁজে নিন

   

মাশরাফিকে নিয়েও পারেনি মোহামেডান

প্রথম তিন ম্যাচে টানা জয় পেয়েছিল মোহামেডান। তারপর টানা দ্বিতীয় হারের বিষাদ পেল মতিঝিলের দলটি। গতকাল মাশরাফি বিন মর্তুজার দল প্রাইম ব্যাংকের কাছে হেরেছে ২ উইকেটে। এটি প্রাইম ব্যাংকের তৃতীয় জয়। গতকাল জিতেছে ভিক্টোরিয়াও।

বর্তমান চ্যাম্পিয়নরা ৩ উইকেটে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস)। দিনের অন্য ম্যাচে ডার্কওয়াথ/লুইস পদ্ধতিতে গাজী ট্যাংককে ৩ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে টস জিতে মোহামেডানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান প্রাইম ব্যাংকের অধিনায়ক এনামুল হক জুনিয়র। সকালের ময়েশ্চারকে কাজে লাগিয়ে প্রতিপক্ষ দ্রুত অলআউট করতে চেয়েছিলেন তিনি। কিন্তু উদ্বোধনী জুটিতেই জুপিটারের সঙ্গে ৪৩ রান করেন তিলকারত্নে দিলশান।

মোহামেডানের শুরুটা ছিল আশা জাগানিয়া। আগের ম্যাচে শেখ জামালের সঙ্গে ৬৭ রানে অলআউট হওয়ায় এ ম্যাচে অনেক সতর্ক তারা। তা ছাড়া অধিনায়ক মাশরাফি ফেরায় বেশ উজ্জীবিতই ছিলেন ক্রিকেটাররা। কিন্তু ব্যাটিংয়ের শুরুর দাপটটা আর ধরে রাখতে পারেননি মোহামেডান। দলীয় ৪৩ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট।

শেষ পর্যন্ত ১৭৩ রানেই অলআউট হয়ে যায় তারা। কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান এসেছে দিলশানের ব্যাট থেকে। ১৭৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়েছিল প্রাইম ব্যাংকও। কিন্তু রেজাউল করিম ও তাইয়াবুয়ের দাপুটে ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ২ উইকেটে জয় পায় তারা।

ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে নাসির হোসেনের ব্যাটে জয় পেয়েছে ভিক্টোরিয়া। টস জিতে ব্যাট করতে নেমে সালমানের হাফ সেঞ্চুরিতে ২১৭ রান করে ক্রিকেট কোচিং স্কুল। মাত্র ৬ রানে দুই উইকেট হারানোর পর মিডল অর্ডারের জোরে দুইশর কোটা পার করে তারা। সর্বোচ্চ ৫২ রান আসে সালমানের ব্যাট থেকে। তবে এই হাফ সেঞ্চুরি করতে ১০৭ বল মোকাবিলা করেছেন সিসিএসের এই ব্যাটসম্যান।

এ ছাড়া ৩৯ বলে ৪২ রানের আরেকটি চমৎকার ইনিংস খেলেন লঙ্কান ক্রিকেটার পারভেজ মাহারুফ। ৩৪ রানে তিন উইকেট নেন ভিক্টোরিয়ার মনির হোসেন। ২১৮ রানের টার্গেটে খেলতে নেমে ৬৩ রানে তিন উইকেট হারিয়ে বিপদের গন্ধ পেয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু জাতীয় দলের তারকা ব্যাটসম্যান নাসির হোসেনের ৭৮ বলে ৭৭ রানের ইনিংসে ভর করে অনায়াসেই জিতে যায় তারা।

মিরপুরে গাজী ট্যাংক ও প্রাইম দোলেশ্বরের ম্যাচে ছিল নাটকীয়তা।

বৃষ্টির কারণে খেলার নিষ্পত্তি হয়েছে ডার্কওয়াথ/লুইস পদ্ধতিতে। উত্তেজনাপূর্ণ ম্যাচে তিন উইকেটে জয় পেয়েছে দোলেশ্বর। প্রথমে ব্যাট করে মেহেদী ও রোশানের হাফ সেঞ্চুরিতে ২১১ রান করে প্রাইম দোলেশ্বর। সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ৩১ ওভারে তিন উইকেট হারিয়ে গাজী ট্যাংক ১১৫ রান করে। তারপর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে।

পুনরায় যখন খেলা শুরু হয়, তখন গাজী ট্যাংকের টার্গেট দাঁড়ায় ৩৬ ওভারে ১৪৬ রান। কিন্তু গাজী ট্যাংক ১৪২ রানের বেশি করতে পারেনি। মাত্র ১৮ রানে তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা।

 

সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান : ১৭৩/১০ (মুক্তার ৩০, দিলশান ২৮, জুপিটার ২৪; জিয়াউর ৩/২৪, এনামুল-জুনি. ২/৩২, তাপস বৈশ্য ২/৩৯)

প্রাইম ব্যাংক : ১৭৪/৮ (রেজাউল ৪১, তাইয়াবুর ৩৮, টেলর ২০; সাকলাইন ৩/২৪, মুক্তার ২/২১, মাশরাফি ২/৩৮)

ফল : প্রাইম ব্যাংক ২ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : রেজাউল করিম (প্রাইম ব্যাংক)।

 

সিসিএস : ২১৭/৮ (সালমান ৫২, মাহারুফ ৪২, রুমেশ ৩৬; মনির ৩/৩৪, শরীফ ২/৩৬, নাসির ১/৩৩)

ভিক্টোরিয়া : ২১৯/৭ (নাসির ৭৭, জুবায়ের ৪০, করুনানায়েকে ৩১; আসিফ ৩/৩৬, কামরুল ২/৪৯, মাহারুফ ১/৪৫)

ফল : ভিক্টোরিয়া ৩ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : নাসির হোসেন।

 

প্রাইম দোলেশ্বর : ২১১/৯ (রোশান ৬৫, মেহেদী ৬০, মমিনুল ৩৪; রুবেল ৪/৫৩, আরাফাত ২/২৯, মাহমুদউল্লাহ ২/৪৬)

গাজী ট্যাংক : ১৪২/৯ (স্টাইরিস ৪০, মাহমুদউল্লাহ ৩১, উসমান ২৫; ফরহাদ রেজা ৩/১৮, সোহাগ ২/১৬, হাসান্থা ২/২৬)

ফল : প্রাইম দোলেশ্বর ৩ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : ফরহাদ রেজা।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.