আমাদের কথা খুঁজে নিন

   

মাশরাফিকে কেন কলকাতার একাদশে খেলানো হচ্ছে না, আসুন এর প্রতিবাদ করি


আমাদের বাংলাদেশের প্রতিনিধি বলতে আই পি এল এ আছে মোটে মাশরাফি আর আশরাফুল। আশরাফুল না হয় ব্যাটসম্যানদের ভিরে মুম্বাইয়ের ১১ জনে থাকতে পারছে না, কিন্তু আমাদের মাশরাফি তো যোগ্যতা বলেই কলকাতাতে যোগ দিয়েছে। তা না হলে কলকাতা তাকে ৬ লাখ ডলার দিয়ে কেন কিনবে? কিন্তু তারপর তিন তিনটি ম্যাচ হয়ে গেলেও মাশরাফি কে খেলানো হলো না। এটা আমাদের জন্য যেমন হতাশাজনক তেমনি কলকাতার জন্যও সুখকর নয়। কারন ৩ ম্যাচের ২ টি তেই পরাজয় নিয়ে কলকাতা এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে।

আর হয়তো কলকাতা শেষের দিকের ম্যাচগুলোতে মাশরাফিকে খেলানোর চিন্তা করছে, কিন্তু তাতে খুব সুখকর পরিস্থিতি কি কলকাতার জন্য আসবে? গতবার যেমন রাজ্জাক শেষের দিকে ম্যাচ খেলে তেমন কিছু করতে পারেনি তেমনি ভয় হচ্ছে আমাদের মাশরাফির অবস্থাও না তেমন হয়ে যায়। মাশরাফি যেখানে 6087032 ভোট পেয়ে ১ নম্বরে সেখানে গাঙ্গুলী মাত্র 2649806 ভোট পেয়ে ২ নম্বরে অথচ এই র‌্যাংকিয়ে ১ নম্বরে থাকা মাশরাফি খেলতে পারছে না! মাশরাফি ছাড়া র‌্যাংকিয়ে থাকা অন্যরা দিব্যি খেলে যাচ্ছে। তাই আসুন আমরা সবাই মিলে কলকাতার অফিসিয়াল ওয়েব সাইটে যোগ দিয়ে এ বিষয়ে তাদের অবহিত করি, তাদের টনক নড়িয়ে দিয়ে বলি - আমাদের মাশরাফির তোমাদের কলকাতাকে জেতানোর মত যথেষ্ট সামর্থ্য আছে, অযথা মাশরাফিকে বসিয়ে রেখে নিজেদের সর্বনাশ এবং মাশরাফি সহ তার অগুনিত ভক্তদের হতাশ করো না। যারা আমার সাথে একমত তারা নিচের লিংকটি অনুসরন করে প্রতিবাদ জানান। ফ্যান জোন আমি এই সাইটে যোগ দিয়ে Why r u not taking Mashrafe in the main squad???? শিরোনামে একটি ব্লগ লিখেছি।

আমরা আমাদের মাশরাফিকে আর মাঠের বাইরে নয়, মাঠের ভিতরে ঝড় তুলতে দেখতে চাই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.