আমাদের কথা খুঁজে নিন

   

চলচিত্রের মত টি.ভি.সি কি সেন্সর বোর্ড পার হয়ে আসে??

ািূ

গতকাল কোন এক অনুষ্ঠানের ফাকে একটা টি.ভি.সি দেখলাম। সুমন'স এ্যরোমা নামক এক কম্পানির ফেয়ারনেস ক্রিমের। টি.ভি.সি এর ঘটনার একটু বর্ননা নিম্নে বর্নিত কর্লামঃ কোন এক বিয়ের অনুষ্ঠানে বরের জনকৈ বন্ধু মেয়ের দিকে তাকিয়ে দেখে মেয়েটির গায়ের রং কালো। সাথে সাথে জনকৈ বন্ধুটি বাকি বন্ধুদের ফোন করে ব্যাপারটি জানায়। এভাবে একজনের মাধ্যমে অন্যজনের কাছ খবরটি পৌছে যায় যে মেয়েটি কালো। কিছুদিন পর মেয়েটি উক্ত কম্পানির ক্রিম ব্যাবহার করে চ্রম ফর্সা হয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। দুঃখের বিষয় হল যখন এক বন্ধু অন্যজনদের কাছে ফোনে জানাচ্ছিল যে মেয়েটি কালো সেই সংলাপগুলো একটু খেয়াল করুন। ধরে নেই বরের নাম 'জ' ১) কি রে ব্যাটা জ তো একদম কাউলা বিয়া করছে ২) দোস্ত হুনছস, জ এর বউ নাকি কাউয়ার মত কালা এই ধরনের টি.ভি.সি কিভাবে প্রকাশিত হয় আলোচনার ভার সবার উপড় ছেড়ে দিলাম। এইডা কি কোন রকম টিজিং না??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.