আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবিতে মহানবী (সা এর অবমাননায় নির্মিত চলচিত্রের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহানবী হযরত মোহাম্মদ (সা কে অবমাননা করে নির্মিত চলচিত্রের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় অপরাজেয় বাংলার পাদদেশে ইসলামি স্টাডিজ বিভাগ এ মানববন্ধনের আয়োজন করে। এসময় বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিভাগের শহস্রাধিক শিক্ষর্থী স্বতস্ফুর্তভাবে এতে অংশগ্রহণ করে। মানববন্ধনে শিক্ষর্থীদের সাথে শিক্ষকরাও অংশগ্রহণ করেন। এসময় প্রতিবাদী শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মহানবী সা: ছিলেন শান্তির প্রতিক ।

তাকে নিয়ে যে অবমাননা করা হয়েছে তা কেবল মুসলিম বিশ্বের উপর নয়, বরং সকল ধর্ম বিশ্বাসের প্রতি এক অন্যায় স্পর্ধার বহি:প্রকাশ। এই হীন কৌশল ধর্মীয় সহাবস্থান ও অনুভুতির প্রতি সম্মানবোধের গভীর কম্পন সৃষ্টি করেছে। তারা এ ব্যাপারে আমেরিকার দুতাবাসের মাধমে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদানের জন্য সরকারকে একটি সংসদিয় কমিটি করার দাবি জানান। এসময় শিক্ষাথীরা বলেন, আমরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রসমাজ চলচিত্রের এমন অপব্যবহারের তীব্র নিন্দা জানাই যা সুষ্ঠ সংস্কৃতি বিকাশে হুমকিস্বরুপ। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামি স্টাডিজের প্রফেসর আবদুর রশিদ, প্রফেসর আবদুল মালেক, প্রফেসর আনম রইস উদ্দিন, আরবি বিভাগের প্রফেসর ফখর“দ্দীন, প্রফেসর মিজানুর রহমান প্রমূখ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.