মধ্য শীতকালীন অবকাশ শেষে ট্রেনে করে লন্ডনে ফিরলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। সোমবার নরফোকের কিংস লিয়েন রেলস্টেশন থেকে তিনি ট্রেনে ওঠেন। নতুন বছর ও বড়দিন উদযাপন করতে রানী সান্ড্রিংহাম গিয়েছিলেন।
বাকিংহাম প্রাসাদে আসার উদ্দেশে ৮৪ বছর বয়সী রানী এলিজাবেথ সোমবার স্থানীয় সময় ১০.৫৯টায় কিংস লিয়েন থেকে ট্রেনে চড়েন। নির্ধারিত সময়ের ১ মিনিট আগে ১২.৩২টায় লন্ডনের কাছে কিংস ক্রস রেলস্টেশন পৌঁছান তিনি।
প্রথম শ্রেণীর কামরাতে আসতে তিনি ৪৭.২০ পাউন্ড ব্যয় করেন। এ সময় রানীর সফর সঙ্গী ছিলেন রাজকীয় নিরাপত্তা রক্ষীরা। একজন প্রত্যক্ষদর্শী বলেন, রানী কিংস লিয়েন রেলস্টেশনের প্লাটফর্ম দিয়ে ট্রেনে ওঠার উদ্দেশে হাসিমুখে হেঁটে যাচ্ছিলেন। রানী দ্বিতীয় এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জ ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। জর্জকে সান্ড্রিংহামে শায়িত রাখা হয়।
সান্ড্রিংহাম সফরের সময় রানী ওয়েস্ট নিউটনের সেন্ট পিটার ও সেন্ট পল চার্চে যান। সেখানে তিনি শিশুদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। এরপর রানী শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় তার সঙ্গী ছিলেন এডিনবার্গের ডিউক। রোববার লন্ডনে পৌঁছানোর কথা থাকলেও রানী সোমবার রোদেলা দুপুরে রওনা দেন।
Source
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।