ভালবাসী বাংলাদেশ
বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সফল একজন অলরাউন্ডারের নাম মাশরাফি বিন মুর্তজা। ভাল লাগে তার দারুন ব্যাটিং বোলিং আর সর্বোপরি ফিল্ডিং। বাংলাদেশের অনেক সাফল্য আর বিজয়ের সাথে মিশে আছে মাশরাফি। অত্যান্ত র্দুভাগ্য ইনজুরির কারনে তাকে বিশ্বকাপ বাংলাদেশ দলের বাইরে রাখা হয়েছে। কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশ দলের অন্য সকল সদশ্যের গায়ে এক রকম জার্সি আর মাশরাফির গায়ে অন্য রকম,আবার সবাই জখন বিশ্বকাপ প্রস্তুতির জন্য চট্রগামে আর মাশরাফি ঢাকায় একা বোলিং করছে।
তবে তার একটা জিনিস ভীষণ ভাল লাগল- যদি তোর ডাকশুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়। " এটাই মাশরাফি সবাইকে বুঝাতে চেয়েছেন। খেলাকে কেন্দ্রকরে হয়তো রাজনিতি হয় কিন্তু তার ফল ভোগ করতে হয় নির্মম ভাবে কোন একজন ব্যক্তি বিশেষ কে। যেমন টা আমরা দেখেছি বাংলাদেশের অন্যতম জতীয় খেলোয়াড় আতাহারআলী -কে নিয়ে। এই আতাহার আলীর অর্জন ও বিসর্জন কিন্তু আমরা ঠিক ই মনে রেখেছি আমাদের ভালবাসার পরম আসনের রাজপুত্র।
তেমনি দেখেছি মিনহাজুল আবেদিন নান্নু -কে যিনি বাংলাদেশের মানুষের অন্যতম ভালবাসার পাত্র। হয়তো মাশরাফি এবার বিশ্বকাপে চান্স পাবে না কিন্তু তাতে কি আসে যায় আমরা তো ভালবাসি মাশরাফি কে---সে খানে কে রাজনিতি করবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।