ইনজুরিরকে পরাজিত করে মাশরাফি মাঠে ফিরলেন । আত্মবিশ্বাসের সাথে ব্যাট করলেন, বোলিং করলেন,করলেন ফিল্ডিং । বিশ্বকাপে খেলার জন্য আমি প্রস্তুত , তবে এ জন্য অন্য কেউ ইনজুরিতে পড়ুক তা চাই না - কথাগুলো দেশ সেরা পেসার মাশরাফি বিন মুর্তজার । প্রিমিয়ার ক্রিকেটের সুপার লীগে গতকাল আবহানী-মোহামেডান ম্যাচ শেষে মিডিয়াকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন । ইনজুরির জন্য তার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি ।
তবে বিশ্বকাপ খেলার স্বপ্নে শেষ পর্যন্ত চেষ্ঠা চালিয়ে যাবেন তিনি । বিশ্বকাপের দল ঘোষনার দিন প্রধান নির্বাচক রফিকুল আলম বলেছিলেন - মাশরাফি ফিটনেসের ধারে কাছেও নেই । গতকাল এই কথার জবাবই যেন দিলেন মাশরাফি । সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন,সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সাবেক স্পিনার মোহাম্মদ রফিক সবাই মাশরাফির গতকালের খেলা দেখে বলেছেন মাশরাফি ফিট , সে আগের মতোই বল করছে , কোন সমস্যা নেই । মাশরাফির বিষয়ে এখন কি সিদ্ধান্ত হয় এটাই এখন দেখার বিষয় ।
সূত্রঃ দৈনিক পত্রিকা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।