নিজেকে হয় নাই চেনা
আমি মনে করি মাশরাফি মনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় মনের অধিনায়ক। গত কিছুদিন আগের ওর পারফরমেন্স দেখে অনেকেই বলেছিলেন যে মাশ্রাফি ফুরিয়ে গেছে। কিন্তু আমি বলেছিলাম যে ও ফুরায়নি বরং সাকিব ওকে এমন সময় বল করতে পাঠাচ্ছে যখন সাধারনত ব্যাটস ম্যান রা ধুমাইয়া পিটায়। যার কারনে ওকে প্রচুর রান দিতে হচ্ছে। এতে তার ইকোনোমি রেট হু হু করে বেড়েই যাচ্ছে।
কিন্তু কাল মাশ্রাফি তার কর্যকরি সময়ে বল করতে পেরেছে কারন সে ছিল অধিনায়ক। কিন্তু এই সুযোগে সাকীবের অধিনায়কত্ব কালে মাশ্রাফিকে অডটাইমে বল দেয়ার প্রতিশোধ সে নিতে পারতো। কিন্তু না সাকিবের প্রাপ্য মাশ্রাফি সাকিব কে দিয়েছে। আগের রেশ ধরে সে প্রতিশোধ প্রবন হয়ে যায় নি। বরং সাকিব কে দিয়ে দশ ওভার বল করিয়েছে।
মাশ্রাফি বল হাতে দুই উইকেট সহ ব্যাট হাতেও সফল। তাই ম্যান অফ দ্যা ম্যাচও হয়েছে সে। বড়মনের পরিচয় দিলে প্রপ্তি কখনও ছোট হয় না। ওয়েলকাম ব্যাক মাশরাফি!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।