প্রথম তিন রাউন্ডে মোহামেডান দৌড়েছে উসাইন বোল্টের গতিতে। যে গতির সঙ্গে পেড়ে ওঠেনি আবাহনী, প্রাইম দোলেশ্বরের মতো দলগুলো। কিন্তু চতুর্থ রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে এমনই হোঁচট খেয়েছে যে চমকে উঠেছেন দলের সমর্থকরা। মাশরাফি বিন মর্তুজা, তিলকরত্নে দিলশান ও মুহাম্মদ নবীবিহীন মোহামেডান শয়ের নিচে অলআউটের লজ্জায় ডুবেছিল ওই ম্যাচে। ২৪ ঘণ্টার ব্যবধানে আজ আবারও মাঠে নামছে শিরোপাপ্রত্যাশী দলটি।
বিকেএসপি-৩ নম্বর মাঠে মতিঝিলপাড়ার দলটির প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। আজ খেলবেন মাশরাফি ও দিলশান। ওয়ালটন প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে শিরোপার দাবিদার প্রাইম দোলেশ্বর ও গাজী ট্যাঙ্ক। দুই দলের লড়াইয়ে জয়ী দল এক লাফে উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে ভিক্টোরিয়া-সিসিএস ম্যাচ।
এবারের আলোচিত দলবদলে লটারিতে মোহামেডান দলভুক্ত করে মাশরাফিকে। তখন অনেকেই নাক সিটকিয়েছিলেন। সিটকানো অযৌক্তিকও ছিল না। কেননা গত ফেব্রুয়ারিতে বিপিএলের ফাইনালে হাঁটুতে ব্যথা পান মাশরাফি। ওই ব্যথা নিয়ে ছয় মাস মাঠের বাইরে ছিলেন।
তবে ফিটনেস ক্যাম্পে যোগ দিয়ে ফিরে পান নিজেকে। ফিট মাশরাফি কতটা ভয়ঙ্কর, তা হাড়ে হাড়ে উপলব্ধি করেছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে মোহামেডান জয় পেয়েছে ঠিকই, কিন্তু ঐতিহ্যবাহী দলটিকে জয়ের রাস্তা করে দিয়েছিলেন 'নড়াইল এঙ্প্রেস' আগুন ঝরানো বোলিংয়ে। ম্যাচে দুই স্পেলে বোলিং করে মাশরাফি তুলে নেন ৪ উইকেট। আবাহনীর বিপক্ষে দুর্দান্ত বোলিং করলেও ব্যথা পান হাঁটুতে।
ফুলে যায়। সেই আঘাতের জন্য শেখ জামালের বিপক্ষে খেলেননি মাশরাফি। সেদিন মাত্র ৬৭ রানে মুখ থুবড়ে পড়েছিল কাণ্ডারিবিহীন মোহামেডান। আজ প্রাইম ব্যাংকের বিপক্ষে লড়াই। জয় পেলে দলটি এগিয়ে যাবে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে।
অবশ্য রানরেটে কিছুটা পিছিয়ে রয়েছে। এর পরও এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ পূর্ণ শক্তি নিয়েই নামছেন মাশরাফি। 'আমি এখন সুস্থ বোধ করছি। আজ (গতকাল) অনুশীলনও করেছি। কোনো ব্যথা অনুভব করিনি।
আগামীকাল (আজ) তাই মাঠে নামার আশা করছি। ' শুধু মাশরাফি নন, মাঠে নামবেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দিলশানও। আঙ্গুলের ইনজুরির জন্য শেখ জামালের বিপক্ষে খেলেননি এই লঙ্কান। চলে গিয়েছিলেন দেশে। তবে মোহামেডান গত ম্যাচের মতো আজো সার্ভিস পাচ্ছে না আফগানিস্তানের মুহাম্মদ নবীর।
চার ম্যাচে মোহামেডানের তিন জয়ের বিপক্ষে প্রাইম ব্যাংকের দুই জয়।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ গাজী ট্যাঙ্ক ও প্রাইম দোলেশ্বরের হেভিওয়েট লড়াই। দুই দলই লিগে জয় পেয়েছে তিনটি করে। সুতরাং আজকের ম্যাচটি দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। লিগ শিরোপার পথে কয়েক ধাপ এগিয়ে যেতে দুই দলেরই আজকের জয়ের কোনো বিকল্প নেই।
মোহামেডানের কাছে হারলেও দোলেশ্বর হারিয়েছে আবাহনী ও শেখ জামালের মতো দুই জায়ান্টকে। গাজী হেরেছিল সাকিব আল হাসানের দল কলাবাগান ক্রীড়া চক্রের কাছে। ফতুল্লা স্টেডিয়ামে অপেক্ষাকৃত দুর্বল ম্যাচ। টানা চার ম্যাচহারা সিসিএসের বিপক্ষে নাসছে দুই জয় পাওয়া ভিক্টোরিয়া। অবশ্য বৃষ্টিতে ভেসে যাওয়ায় কলাবাগান ক্রিকেট একাডেমির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছিল ভিক্টোরিয়া।
আজ জিতলে এক ধাপ এগিয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে সিসিএস চাইবে পরাজয়ের রাস্তা থেকে বেরিয়ে প্রথম জয়ের স্বাদ নিতে। প্রথম চার ম্যাচে জয়ের মুখ দেখেনি সিসিএস। এর মধ্যে আবাহনীর কাছে মাত্র ৩৫ রানে গুটিয়ে গিয়েছিল দলটি।
আজকের খেলা
ম্যাচ ভেন্যু
গাজী ট্যাঙ্ক-প্রাইম দোলেশ্বর মিরপুর
ভিক্টোরিয়া-সিসিএস ফতুল্লা
প্রাইম ব্যাংক-মোহামেডান বিকেএসপি-৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।